Ajker Patrika

২৪ বছর পর অপহৃত সন্তানকে ফিরে পেলেন বাবা 

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩: ০২
২৪ বছর পর অপহৃত সন্তানকে ফিরে পেলেন বাবা 

১৯৯৭ সালে চীনের শ্যানডং প্রদেশ থেকে অপহৃত হয় গুয়ো গ্যাংটাংয়ের ছেলে। এরপর গুয়ো ছেলেকে খুঁজতে ছেলের ছবিসংবলিত ব্যানার নিয়ে মোটরসাইকেলে চড়ে চীনের ২০টি প্রদেশের পাঁচ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এ সময় কখনো ব্রিজের নিচে ঘুমিয়েছেন গুয়ো। কখনো আবার রাস্তায় ডাকাতদের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। টাকা শেষ হয়ে গেলে ভিক্ষাও করেছেন তিনি। অবশেষে ২৪ বছর পর সন্তানকে ফিরে পেয়েছেন ৫১ বছর বয়সী গুয়ো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গুয়ো জানান, ছেলেকে খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের হার ভেঙে গেছে। ২৪ বছরে গুয়োর ১০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ডিএনএ টেস্টের মাধ্যমে পুলিশ ওই ছেলের পরিচয় নিশ্চিত হতে পেরেছে। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, শ্যানডং প্রদেশের পার্শ্ববর্তী হেনান প্রদেশে গুয়োর ছেলের সন্ধান মিলেছে। চলতি সপ্তাহের শেষেই তাঁদের সাক্ষাৎ হবে।

এ নিয়ে গুয়ো সাংবাদিকদের বলেন, ‘আমি সন্তানকে খুঁজে পেয়েছি। এখন থেকে সবই সুখকর হবে।’

জানা গেছে, সন্তানকে খুঁজতে খুঁজতে চীনের নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করা বিভিন্ন সংস্থার সদস্য হয়েছেন গুয়ো। এ পর্যন্ত সাতজন বাবা-মায়ের কাছে অপহৃত সন্তানদের ফিরিয়ে দিয়েছেন তিনি।

গুয়োর ঘটনায় অনুপ্রাণিত হয়ে ২০১৫ সালে একটি সিনেমাও তৈরি হয়েছিল। ওই সিনেমায় অভিনয় করেন হংকংয়ের সুপারস্টার অ্যান্ডি লাউ।

শিশু অপহরণের ঘটনা চীনে একটি বড় সমস্যা। চীন সরকারের তথ্য অনুযায়ী, চীনে প্রতিবছর ২০ হাজারের বেশি শিশু অপহৃত হয়। এদের মধ্যে বেশির ভাগকে বিক্রি করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত