Ajker Patrika

ফেব্রুয়ারির কয়লাখনি ধসে ৫৩ জন নিহতের কথা জানাল চীন 

আপডেট : ২২ জুন ২০২৩, ১৪: ৩২
ফেব্রুয়ারির কয়লাখনি ধসে ৫৩ জন নিহতের কথা জানাল চীন 

চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়ায় চলতি ফেব্রুয়ারিতে একটি কয়লাখনিতে ধস নামে। এ দুর্ঘটনায় ৫৩ জন কয়লাশ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)। ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি দুর্গম আলক্সা লিগের উন্মুক্ত ওই কয়লাখনি ধসে অনেক মানুষ নিখোঁজ হয়েছিলেন। এ দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকে ছয়জনকে জীবিত ও ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও কর্তৃপক্ষ কয়েক মাস ধরে এ ব্যাপারে আর কোনো তথ্য জানায়নি।

রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্র সিসিটিভি বুধবার জানায়, সেখানে খনি ধসের পর নিখোঁজ হিসেবে দেখানো ৪৭ জনের বেঁচে থাকার জোরালো কোনো লক্ষণ নেই বলে নিশ্চিত করা হয়েছে। আঞ্চলিক জরুরি সংস্থার উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়।

সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, সেখানে ‘অনুসন্ধান ও উদ্ধারকাজ শেষ করা হয়েছে।’ আরও বলা হয়, ২২ ফেব্রুয়ারি বড় ধরনের এই খনি দুর্ঘটনায় ৫৩ জনের প্রাণহানি ঘটে। আলক্সা লিগে চীনের অন্যান্য এলাকার স্বল্প মানুষের বাস। এই এলাকার অর্থনীতি মূলত খনিজ শিল্পের ওপর নির্ভরশীল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত