Ajker Patrika

চীনের শিয়ানে করোনার হানা, লকডাউনেও কমছে না সংক্রমণ

চীনের শিয়ানে করোনার হানা, লকডাউনেও কমছে না সংক্রমণ

এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর চীনের শিয়ান। শিয়ান শহরে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। যেখানে গোটা চীনেই গতকাল মঙ্গলবার ১৫২ জন করোনা শনাক্ত হয়েছেন সেখানে শুধু শিয়ানেই শনাক্ত হয়েছেন ১৫১ জন।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসের ৯ থেকে ২৮ তারিখের মধ্যে শিয়ান শহরে প্রায় ১ হাজার মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। তবে কেউ ওমিক্রন শনাক্ত হয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

বিশ্বের অনেক এলাকার তুলনায় শিয়ানে করোনা সংক্রমণ কম হলেও কর্তৃপক্ষ বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে শহরের ভেতরে ভ্রমণ ও শহর ছেড়ে যাওয়ার ওপর কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৩৯৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৩৩ হাজার ৫৫৫ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৮০৮ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত