Ajker Patrika

পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে ইসরায়েল 

পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে ইসরায়েল 

করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেলটার বিস্তাররোধে পঞ্চাশোর্ধ্ব মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে ইসরায়েল। আজ শুক্রবার থেকে দেশটিতে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে। 

একটি বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, ডেলটার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

গত বছরের ডিসেম্বর থেকে মার্কিন কোম্পানি ফাইজারের করোনার টিকা প্রয়োগ শুরু করে ইসরায়েল। বিশ্বের যে কয়টি দেশ প্রথম করোনার টিকা দেওয়া শুরু করে তাদের মধ্যে ইসরায়েল অন্যতম। করোনার টিকা প্রয়োগের কারণে ইসরায়েলে করোনার সংক্রমণও নিয়ন্ত্রণে এসেছিল। তবে ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর দেশটিতে করোনার সংক্রমণ আবারও বেড়ে যায়। 

দুই সপ্তাহ আগে ইসরায়েলে বয়স্ক ব্যক্তিদের তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৭ লাখ ৭০ হাজার মানুষ এ পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 

টিকার বৈষম্য কমাতে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের উন্নত দেশগুলোকে সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ বন্ধ রাখার আহ্বান জানায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত