শ্রীলঙ্কার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় ট্রেন লাইন পার হচ্ছিল হাতির একটি পাল। এ সময় দ্রুতগামী একটি ট্রেন হাতির ওই পালকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছয়টি হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত দুটি হাতি। এই ঘটনায় ট্রেনটিও লাইনচ্যুত হয়েছে।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে বাট্টিকালোয়া-কলম্বো এক্সপ্রেস ট্রেনটি রাজধানী কলম্বো থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত হাবানার বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। এই সময় রেল লাইন পার হতে থাকা হাতির পালের সঙ্গে ধাক্কা খায় এটি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ছয়টি হাতি গুরুতর আঘাত পেয়ে মারা গেছে এবং আরও অন্তত দুটি হাতিকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার ছবি থেকে দেখা গেছে—ট্রেনটির সামনের অংশ লাইনচ্যুত হয়েছে এবং একটি হাতি আহত একটি শাবকের পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তবে এই ঘটনায় ট্রেনের যাত্রীদের কেউ গুরুতরভাবে আহত হননি বলে পুলিশ নিশ্চিত করেছে।
রেলওয়ে অপারেশন এবং কন্ট্রোল সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটিকে পুনরায় লাইনে ফিরিয়ে আনতে কাজ চলছে।
শ্রীলঙ্কায় হাতি হত্যা বা হাতিকে আঘাত করা অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশটিতে আনুমানিক ৭ হাজার বুনো হাতির বসবাস রয়েছে। বৌদ্ধ সংস্কৃতিতে হাতির বিশেষ গুরুত্ব থাকায় তাদের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।
জানা গেছে, শ্রীলঙ্কায় হাতির সঙ্গে ট্রেনের ধাক্কা খাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের অক্টোবরে দেশটির ন্যাচার পার্ক এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত মিনেরিয়া শহরে জ্বালানি বহন করা একটি ট্রেন বন্য হাতির পালের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয়েছিল। ওই ঘটনায়ও দুটি হাতির মৃত্যু হয় এবং আহত হয় আরও একটি।
শ্রীলঙ্কায় হাতিদের সম্মানের চোখে দেখা হলেও দেশটিতে তারা বিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম। ১৯ শতকে দেশটিতে প্রায় ১৪ হাজার হাতি ছিল। কিন্তু ২০১১ সালের প্রথম হাতি শুমারিতে মাত্র ৬ হাজার হাতি গণনা করা হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় হাতি-ট্রেন সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বন্য হাতিরা খাদ্য ও পানির সন্ধানে রেললাইন পার হওয়ার চেষ্টা করায় তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রাকৃতিক বাসস্থান সংকুচিত হওয়ায় অনেক হাতি মানুষের বসতিতে প্রবেশ করছে। ফলে ফসলের ক্ষতি করার জন্য তারা সাধারণ কৃষকদেরও লক্ষ্যবস্তু হচ্ছে।
শ্রীলঙ্কার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় ট্রেন লাইন পার হচ্ছিল হাতির একটি পাল। এ সময় দ্রুতগামী একটি ট্রেন হাতির ওই পালকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছয়টি হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত দুটি হাতি। এই ঘটনায় ট্রেনটিও লাইনচ্যুত হয়েছে।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে বাট্টিকালোয়া-কলম্বো এক্সপ্রেস ট্রেনটি রাজধানী কলম্বো থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত হাবানার বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। এই সময় রেল লাইন পার হতে থাকা হাতির পালের সঙ্গে ধাক্কা খায় এটি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ছয়টি হাতি গুরুতর আঘাত পেয়ে মারা গেছে এবং আরও অন্তত দুটি হাতিকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার ছবি থেকে দেখা গেছে—ট্রেনটির সামনের অংশ লাইনচ্যুত হয়েছে এবং একটি হাতি আহত একটি শাবকের পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তবে এই ঘটনায় ট্রেনের যাত্রীদের কেউ গুরুতরভাবে আহত হননি বলে পুলিশ নিশ্চিত করেছে।
রেলওয়ে অপারেশন এবং কন্ট্রোল সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটিকে পুনরায় লাইনে ফিরিয়ে আনতে কাজ চলছে।
শ্রীলঙ্কায় হাতি হত্যা বা হাতিকে আঘাত করা অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশটিতে আনুমানিক ৭ হাজার বুনো হাতির বসবাস রয়েছে। বৌদ্ধ সংস্কৃতিতে হাতির বিশেষ গুরুত্ব থাকায় তাদের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।
জানা গেছে, শ্রীলঙ্কায় হাতির সঙ্গে ট্রেনের ধাক্কা খাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের অক্টোবরে দেশটির ন্যাচার পার্ক এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত মিনেরিয়া শহরে জ্বালানি বহন করা একটি ট্রেন বন্য হাতির পালের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয়েছিল। ওই ঘটনায়ও দুটি হাতির মৃত্যু হয় এবং আহত হয় আরও একটি।
শ্রীলঙ্কায় হাতিদের সম্মানের চোখে দেখা হলেও দেশটিতে তারা বিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম। ১৯ শতকে দেশটিতে প্রায় ১৪ হাজার হাতি ছিল। কিন্তু ২০১১ সালের প্রথম হাতি শুমারিতে মাত্র ৬ হাজার হাতি গণনা করা হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় হাতি-ট্রেন সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বন্য হাতিরা খাদ্য ও পানির সন্ধানে রেললাইন পার হওয়ার চেষ্টা করায় তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রাকৃতিক বাসস্থান সংকুচিত হওয়ায় অনেক হাতি মানুষের বসতিতে প্রবেশ করছে। ফলে ফসলের ক্ষতি করার জন্য তারা সাধারণ কৃষকদেরও লক্ষ্যবস্তু হচ্ছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৭ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে