আফগানিস্তানের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। গতকাল বৃহস্পতিবার তারা এমনটি জানিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজ জানিয়েছে, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে এ তথ্য দিয়েছেন তালেবান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের দখলে নেওয়ার পর তাঁকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
আব্দুল বাকি হাক্কানি বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি সম্পন্নের কাজ চলছে এবং ইসলামিক আমিরাতের সব বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেওয়া হবে। এরপর শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে তালেবানের ক্ষমতাগ্রহণের পর আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। তবে এর কিছুদিন পরই দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হয়। তালেবান সরকারের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের একটি চুক্তির পর সেগুলো কার্যক্রম শুরু করেছিল।
তবে ক্ষমতা গ্রহণের পর প্রায় দুই মাস পার হতে চললেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ শিক্ষা কার্যক্রম এখনো পুরোপুরি শুরু করতে পারেনি তালেবান। এটি নিয়ে দেশের মধ্যে সমালোচনাও হচ্ছে।
কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র অমিদ মৌলভি জাদা বলছেন, `আমরা দেখছি যে তালেবান বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো কোনো পরিকল্পনাই চূড়ান্ত হয়নি।'
এদিকে আজ শুক্রবার নারীদের জন্য স্কুল ও কলেজ বন্ধ করার প্রতিবাদে কাবুলে বিক্ষোভ প্রদর্শন করেছেন নারীরা। কাবুলের শিক্ষকেরা বলছেন, স্কুল ওো বিশ্ববিদ্যালয় বন্ধ করায় আফগানিস্তানের শিক্ষাব্যবস্থায় বড় ক্ষতি হতে পারে।
আফগানিস্তানের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। গতকাল বৃহস্পতিবার তারা এমনটি জানিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজ জানিয়েছে, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে এ তথ্য দিয়েছেন তালেবান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের দখলে নেওয়ার পর তাঁকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
আব্দুল বাকি হাক্কানি বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি সম্পন্নের কাজ চলছে এবং ইসলামিক আমিরাতের সব বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেওয়া হবে। এরপর শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে তালেবানের ক্ষমতাগ্রহণের পর আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। তবে এর কিছুদিন পরই দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হয়। তালেবান সরকারের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের একটি চুক্তির পর সেগুলো কার্যক্রম শুরু করেছিল।
তবে ক্ষমতা গ্রহণের পর প্রায় দুই মাস পার হতে চললেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ শিক্ষা কার্যক্রম এখনো পুরোপুরি শুরু করতে পারেনি তালেবান। এটি নিয়ে দেশের মধ্যে সমালোচনাও হচ্ছে।
কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র অমিদ মৌলভি জাদা বলছেন, `আমরা দেখছি যে তালেবান বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো কোনো পরিকল্পনাই চূড়ান্ত হয়নি।'
এদিকে আজ শুক্রবার নারীদের জন্য স্কুল ও কলেজ বন্ধ করার প্রতিবাদে কাবুলে বিক্ষোভ প্রদর্শন করেছেন নারীরা। কাবুলের শিক্ষকেরা বলছেন, স্কুল ওো বিশ্ববিদ্যালয় বন্ধ করায় আফগানিস্তানের শিক্ষাব্যবস্থায় বড় ক্ষতি হতে পারে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ১৮ আগস্ট ভারত সফরে আসছেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই তাঁর প্রথম নয়া দিল্লি সফর। ভারত সরকারের আমন্ত্রণে তিনি আগামী ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত নয়া দিল্লিতে অবস্থান করবেন। আজ শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেআলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট এবং ন্যাটো ও ইউরোপীয় নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আগামী সোমবার ওয়াশিংটন সফর করবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।
৩৪ মিনিট আগেভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের শাড়ি ব্যবসায়ীরা কলকাতার সায়েন্স সিটি ময়দানে শুরু হওয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার-২০২৫ (আইআইজিটিএফ)—এ অংশ নিচ্ছেন। বড় এই বাণিজ্য মেলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরা দিল্লি, মুম্বাই
২ ঘণ্টা আগেপাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা, ভূমিধস এবং অন্যান্য বৃষ্টিপাতজনিত ঘটনার কারণে মানুষের জীবন বিপন্ন হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় ৩০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ২৭৯ পুরুষ, ১৫ নারী এবং ১৩ শিশু।
৩ ঘণ্টা আগে