আজকের পত্রিকা ডেস্ক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি একটি বিলাসবহুল রিসোর্ট উদ্বোধন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে এটিকে ‘জাতীয় সম্পদ স্তরের পর্যটন নগরী’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই জমকালো সমুদ্রতীরবর্তী স্থাপনাটি কিম সপরিবারে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গত ২৪ জুন এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ওনসান-কালমা কোস্টাল ট্যুরিস্ট জোন উদ্বোধন করা হয়। রিসোর্টটিতে ওয়াটারপার্ক, আকাশচুম্বী হোটেল এবং প্রায় ২০ হাজার অতিথি থাকার ব্যবস্থা রয়েছে।
বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশটির এটি এক বিশাল মাত্রার আড়ম্বরপূর্ণ প্রদর্শন। কেসিএনএর খবর অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ‘অভ্যন্তরীণ অতিথিদের জন্য পরিষেবা শুরু হবে’। তবে কারা এই সুবিধা পাবে বা যাতায়াতের কী ব্যবস্থা থাকবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া কালমা ট্রেন স্টেশন উন্মোচনের ঘোষণা দেয়। এটি উপকূলীয় পর্যটন এলাকায় ভ্রমণকারীদের জন্য উচ্চমানের সেবা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে। কালমা বিচ রিসোর্টটি একটি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত। ফলে প্রকল্পটি বৈদেশিক মুদ্রা আয়ের একটি উৎস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে কেবল রাশিয়ার রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মীরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়াবিষয়ক অধ্যাপক লিম ইউল-চুল সিএনএনকে বলেন, ‘এই রিসোর্টের প্রাথমিক লক্ষ্য হচ্ছে পিয়ংইয়ংয়ের বিশেষ সুবিধাভোগী অভিজাত শ্রেণি, যেমন—পার্টির কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরা।’ তিনি আরও যোগ করেন, ওনসান-কালমা রিসোর্টের উদ্বোধন কিম জং উনের ‘সমাজতান্ত্রিক সভ্যতা’র দৃষ্টিভঙ্গির প্রতিফলন এবং পর্যটনশিল্পের মাধ্যমে অর্থনৈতিক সাফল্যের জন্য তাঁর কৌশলগত প্রচেষ্টার অংশ।
স্টিমসন সেন্টারের ৩৮ নর্থ প্রোগ্রামের অনাবাসিক ফেলো র্যাচেল মিনইয়ং লি মনে করেন, আপাতত ওনসান-কালমা শুধু উত্তর কোরীয়দের জন্য খোলা হলেও অদূর ভবিষ্যতে সেখানে রুশদের দেখলে অবাক হব না। ওনসান-কালমার মতো একটি বড় বিচ রিসোর্টের উদ্বোধন কিমের ‘জনগণ-কেন্দ্রিক নীতি’র রাষ্ট্রীয় আখ্যানকে শক্তিশালী করতে সাহায্য করবে। সেই সঙ্গে জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর কিমের বাড়তি মনোযোগের সঙ্গে এই প্রকল্প সাযুজ্যপূর্ণ।
কোভিড-১৯ মহামারির পর থেকে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন মূলত রাশিয়ার নাগরিকদের জন্য উন্মুক্ত করেছে। গত বছর ছোট ছোট রুশ পর্যটক দল তিন দিনের স্কি অবকাশের জন্য মাশিকরিওং রিসোর্ট ভ্রমণ করে। ২০১৪ সালে চালু হওয়া এই রিসোর্ট দীর্ঘদিন ধরেই পর্যটন আকর্ষণ কেন্দ্র। তবে উত্তর কোরিয়ার সব পর্যটন কেন্দ্রের মতো এখানেও কঠোর সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণ রয়েছে।
পর্যটকেরা সিএনএনকে জানিয়েছেন, ছবি তোলার ব্যাপারে কঠোর নিয়ম রয়েছে। এ ছাড়া সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের পরিবেশিত একটি কোরিওগ্রাফ করা নৃত্য পরিবেশনাও তাঁদের দেখানো হয়েছিল।
নতুন এই রিসোর্ট নিয়ে নানা জল্পনা চলছে। বিশ্বের অন্যতম গোপনীয় ও নিয়ন্ত্রণমূলক এই দেশ সম্ভবত আন্তর্জাতিক পর্যটনে আরও বেশি উন্মুক্ত হতে চাইছে। পর্যটনশিল্পের মাধ্যমে উত্তর কোরিয়া সম্ভবত বিদেশি মুদ্রার রিজার্ভ ও সুনাম বাড়াতে চাইছে।
এখন পর্যন্ত রুশরাই একমাত্র বিদেশি পর্যটক গোষ্ঠী, যাদের এই বিচ রিসোর্টে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ভ্লাদিভোস্তক-ভিত্তিক একটি ট্রাভেল এজেন্সি, ভস্তক ইনটুর, তিনটি ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে—একটি জুলাইয়ে এবং দুটি আগস্টে, যার মূল্য প্রায় ১ হাজার ৮৪০ ডলার। তাদের ওয়েবসাইট অনুযায়ী, প্রথম ট্যুরটি ৭ জুলাই শুরু হবে এবং আট দিন স্থায়ী হবে। ভ্রমণকারীরা পিয়ংইয়ং থেকে ওনসান হয়ে উড়োজাহাজে যাবেন, রিসোর্টে চার রাত কাটাবেন এবং কাছাকাছি মাশিকরিওং স্কি রিসোর্টেও তাঁদের নিয়ে যাওয়া হবে।
উত্তর কোরিয়ার আন্তর্জাতিক পর্যটনের সবচেয়ে উল্লেখযোগ্য পরীক্ষাটি হয়েছিল ১৯৯০-এর দশকের শেষের দিকে। এ সময় তারা দক্ষিণ-পূর্ব উপকূলে মনোরম মাউন্ট কুমগাং এলাকাটি দক্ষিণ কোরিয়ার পর্যটকদের জন্য খুলে দেয়। এটি দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নতির এক বিরল প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছিল। পরবর্তী এক দশকে প্রায় ২০ লাখ দক্ষিণ কোরীয় সেখানে ভ্রমণ করেন। পিয়ংইয়ংয়ের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে এটি।
কিন্তু ২০০৮ সালে এক উত্তর কোরীয় সৈনিকের গুলিতে এক দক্ষিণ কোরীয় পর্যটক নিহত হওয়ার পর এই উদ্যোগ আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়।
কিম জং উন নিজেও কালমা বিচ রিসোর্ট নির্মাণস্থল অন্তত সাতবার পরিদর্শন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, তিনি সেখানে উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে কিমের স্ত্রী রি সোল জু এবং মেয়ে কিম জু আয়ে উপস্থিত ছিলেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি একটি বিলাসবহুল রিসোর্ট উদ্বোধন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে এটিকে ‘জাতীয় সম্পদ স্তরের পর্যটন নগরী’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই জমকালো সমুদ্রতীরবর্তী স্থাপনাটি কিম সপরিবারে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গত ২৪ জুন এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ওনসান-কালমা কোস্টাল ট্যুরিস্ট জোন উদ্বোধন করা হয়। রিসোর্টটিতে ওয়াটারপার্ক, আকাশচুম্বী হোটেল এবং প্রায় ২০ হাজার অতিথি থাকার ব্যবস্থা রয়েছে।
বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশটির এটি এক বিশাল মাত্রার আড়ম্বরপূর্ণ প্রদর্শন। কেসিএনএর খবর অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ‘অভ্যন্তরীণ অতিথিদের জন্য পরিষেবা শুরু হবে’। তবে কারা এই সুবিধা পাবে বা যাতায়াতের কী ব্যবস্থা থাকবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া কালমা ট্রেন স্টেশন উন্মোচনের ঘোষণা দেয়। এটি উপকূলীয় পর্যটন এলাকায় ভ্রমণকারীদের জন্য উচ্চমানের সেবা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে। কালমা বিচ রিসোর্টটি একটি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত। ফলে প্রকল্পটি বৈদেশিক মুদ্রা আয়ের একটি উৎস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে কেবল রাশিয়ার রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মীরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়াবিষয়ক অধ্যাপক লিম ইউল-চুল সিএনএনকে বলেন, ‘এই রিসোর্টের প্রাথমিক লক্ষ্য হচ্ছে পিয়ংইয়ংয়ের বিশেষ সুবিধাভোগী অভিজাত শ্রেণি, যেমন—পার্টির কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরা।’ তিনি আরও যোগ করেন, ওনসান-কালমা রিসোর্টের উদ্বোধন কিম জং উনের ‘সমাজতান্ত্রিক সভ্যতা’র দৃষ্টিভঙ্গির প্রতিফলন এবং পর্যটনশিল্পের মাধ্যমে অর্থনৈতিক সাফল্যের জন্য তাঁর কৌশলগত প্রচেষ্টার অংশ।
স্টিমসন সেন্টারের ৩৮ নর্থ প্রোগ্রামের অনাবাসিক ফেলো র্যাচেল মিনইয়ং লি মনে করেন, আপাতত ওনসান-কালমা শুধু উত্তর কোরীয়দের জন্য খোলা হলেও অদূর ভবিষ্যতে সেখানে রুশদের দেখলে অবাক হব না। ওনসান-কালমার মতো একটি বড় বিচ রিসোর্টের উদ্বোধন কিমের ‘জনগণ-কেন্দ্রিক নীতি’র রাষ্ট্রীয় আখ্যানকে শক্তিশালী করতে সাহায্য করবে। সেই সঙ্গে জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর কিমের বাড়তি মনোযোগের সঙ্গে এই প্রকল্প সাযুজ্যপূর্ণ।
কোভিড-১৯ মহামারির পর থেকে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন মূলত রাশিয়ার নাগরিকদের জন্য উন্মুক্ত করেছে। গত বছর ছোট ছোট রুশ পর্যটক দল তিন দিনের স্কি অবকাশের জন্য মাশিকরিওং রিসোর্ট ভ্রমণ করে। ২০১৪ সালে চালু হওয়া এই রিসোর্ট দীর্ঘদিন ধরেই পর্যটন আকর্ষণ কেন্দ্র। তবে উত্তর কোরিয়ার সব পর্যটন কেন্দ্রের মতো এখানেও কঠোর সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণ রয়েছে।
পর্যটকেরা সিএনএনকে জানিয়েছেন, ছবি তোলার ব্যাপারে কঠোর নিয়ম রয়েছে। এ ছাড়া সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের পরিবেশিত একটি কোরিওগ্রাফ করা নৃত্য পরিবেশনাও তাঁদের দেখানো হয়েছিল।
নতুন এই রিসোর্ট নিয়ে নানা জল্পনা চলছে। বিশ্বের অন্যতম গোপনীয় ও নিয়ন্ত্রণমূলক এই দেশ সম্ভবত আন্তর্জাতিক পর্যটনে আরও বেশি উন্মুক্ত হতে চাইছে। পর্যটনশিল্পের মাধ্যমে উত্তর কোরিয়া সম্ভবত বিদেশি মুদ্রার রিজার্ভ ও সুনাম বাড়াতে চাইছে।
এখন পর্যন্ত রুশরাই একমাত্র বিদেশি পর্যটক গোষ্ঠী, যাদের এই বিচ রিসোর্টে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ভ্লাদিভোস্তক-ভিত্তিক একটি ট্রাভেল এজেন্সি, ভস্তক ইনটুর, তিনটি ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে—একটি জুলাইয়ে এবং দুটি আগস্টে, যার মূল্য প্রায় ১ হাজার ৮৪০ ডলার। তাদের ওয়েবসাইট অনুযায়ী, প্রথম ট্যুরটি ৭ জুলাই শুরু হবে এবং আট দিন স্থায়ী হবে। ভ্রমণকারীরা পিয়ংইয়ং থেকে ওনসান হয়ে উড়োজাহাজে যাবেন, রিসোর্টে চার রাত কাটাবেন এবং কাছাকাছি মাশিকরিওং স্কি রিসোর্টেও তাঁদের নিয়ে যাওয়া হবে।
উত্তর কোরিয়ার আন্তর্জাতিক পর্যটনের সবচেয়ে উল্লেখযোগ্য পরীক্ষাটি হয়েছিল ১৯৯০-এর দশকের শেষের দিকে। এ সময় তারা দক্ষিণ-পূর্ব উপকূলে মনোরম মাউন্ট কুমগাং এলাকাটি দক্ষিণ কোরিয়ার পর্যটকদের জন্য খুলে দেয়। এটি দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নতির এক বিরল প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছিল। পরবর্তী এক দশকে প্রায় ২০ লাখ দক্ষিণ কোরীয় সেখানে ভ্রমণ করেন। পিয়ংইয়ংয়ের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে এটি।
কিন্তু ২০০৮ সালে এক উত্তর কোরীয় সৈনিকের গুলিতে এক দক্ষিণ কোরীয় পর্যটক নিহত হওয়ার পর এই উদ্যোগ আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়।
কিম জং উন নিজেও কালমা বিচ রিসোর্ট নির্মাণস্থল অন্তত সাতবার পরিদর্শন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, তিনি সেখানে উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে কিমের স্ত্রী রি সোল জু এবং মেয়ে কিম জু আয়ে উপস্থিত ছিলেন।
ব্রিজিতের জন্ম পুরুষ হিসেবে হয়েছিল—এমন তথ্য প্রচার করেন ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স। এরপর তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন মাখোঁ দম্পতি। তাঁদের আইনজীবী জানিয়েছেন, এ মামলায় তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করবেন। এদিকে ওয়েন্সের আইনজীবীরা মামলাটি খারিজ করার জন্য একটি আবেদন করেছেন।
২ ঘণ্টা আগেনেপালের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির মার্কস ও লেনিন পন্থী কমিউনিস্ট পার্টির (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কেপি শর্মা অলি অবশেষে সেনাবাহিনীর সুরক্ষা থেকে বেরিয়ে এসেছেন। গত ৯ সেপ্টেম্বর থেকে তিনি শিবপুরীতে অবস্থিত নেপাল আর্মির স্টাফ কলেজে অবস্থান করছিলেন।
২ ঘণ্টা আগেট্রাম্প স্বীকার করেন, তিনি ভেবেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধান করা ‘সহজ’ হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি শেষ পর্যন্ত এ সমস্যার সমাধান করবেন।
৩ ঘণ্টা আগেনেপালের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ডা. সন্দুক রুইত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর রোগীদের ছেড়ে মন্ত্রী হতে চান না। মঙ্গলবার সকালে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি কাঠমান্ডুর তিলগঙ্গা চক্ষু ইনস্টিটিউটে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
৪ ঘণ্টা আগে