Ajker Patrika

২০০০-২০ সালে নেওয়া স্নাতক কোনো কাজে আসবে না : তালেবান 

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১: ০৮
২০০০-২০ সালে নেওয়া স্নাতক কোনো কাজে আসবে না : তালেবান 

২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া স্নাতক ডিগ্রি কোনো কাজে আসবে না। দেশটির বর্তমান শাসকগোষ্ঠী তালেবানের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, কাবুল বিশ্ববিদ্যালয়ের লেকচারারদের সঙ্গে একটি বৈঠকে আফগানিস্তানের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি বলেন, গত ২০ বছরে বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে নেওয়া স্নাতক ডিগ্রি কোনো কাজে আসবে না।  

হাক্কানি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এমন শিক্ষক নিয়োগ করতে হবে, যাঁরা শিক্ষার্থীদের এবং আগত প্রজন্মকে দেশে এবং আফগানিস্তানে যে মূল্যবোধ রয়েছে তা শেখাতে পারে।   

মাদ্রাসা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বৈঠকে উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি বলেন, আফগানিস্তানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং ধর্মীয় পড়াশোনা করেছেন তাঁদের চেয়ে কম মূল্যবান আধুনিক গবেষণার মাস্টার্স ও পিএইচডিধারীরা। 

উল্লেখ্য,  ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল না তালেবান। ২০০১ সালে আফগানিস্তানের তালেবান সরকারকে উচ্ছেদ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত