গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল। এ অবস্থায় পাকিস্তান সরকারের দায়িত্বশীল অনেক কর্তাব্যক্তি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করার প্রস্তাব করে।
এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইমরান খান। বলেছেন, যদি তাঁর দল পিটিআইকে নিষিদ্ধ করা হয়, তবে তিনি নতুন আরেকটি দল গঠন করবেন এবং আসন্ন নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবেন।
পাকিস্তানের ডন পত্রিকার ইংরেজি ভার্সনের এক প্রতিবেদনে বলা হয়, ইমরানের গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিভিন্ন সেনা স্থাপনায় হামলা করেছিল। এ ঘটনার জের ধরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করাই হবে এই পরিস্থিতির একমাত্র সমাধান।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, এমন পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করলে তাঁর দল এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাবে না বা এই সিদ্ধান্তকে প্রতিহত করবে না।
বিষয়টি নিয়ে সম্প্রতি ইমরান খানের মত জানতে চেয়েছিল এশিয়া কেন্দ্রিক নিউজ পোর্টাল নিক্কেই এশিয়া। সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে ইমরান বলেন, ‘তাঁরা যদি দলকে নিষিদ্ধ করে তাহলে আমরা নতুন নামে আরেকটি দল গড়ব এবং নিশ্চিতভাবেই নির্বাচনে জয়ী হব।’
ইমরান আরও বলেন, ‘যদি তাঁরা আমাকেই নিষিদ্ধ করে কিংবা জেলে পাঠায় তবুও আমাদের দলই বিজয়ী হবে।’
ইমরান খান দাবি করেন, অনেক নিপীড়নের পরও তাঁর দলের সমর্থকদের মনোবল অক্ষুণ্ন আছে এবং দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন এসেছে।
দলের নেতা-কর্মীদের ওপর ক্র্যাকডাউনের বিষয়ে ইমরান বলেন, ‘এসব করে তাঁরা এখনো আমাদের ভয় দেখিয়ে দল ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’
গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল। এ অবস্থায় পাকিস্তান সরকারের দায়িত্বশীল অনেক কর্তাব্যক্তি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করার প্রস্তাব করে।
এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইমরান খান। বলেছেন, যদি তাঁর দল পিটিআইকে নিষিদ্ধ করা হয়, তবে তিনি নতুন আরেকটি দল গঠন করবেন এবং আসন্ন নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবেন।
পাকিস্তানের ডন পত্রিকার ইংরেজি ভার্সনের এক প্রতিবেদনে বলা হয়, ইমরানের গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিভিন্ন সেনা স্থাপনায় হামলা করেছিল। এ ঘটনার জের ধরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করাই হবে এই পরিস্থিতির একমাত্র সমাধান।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, এমন পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করলে তাঁর দল এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাবে না বা এই সিদ্ধান্তকে প্রতিহত করবে না।
বিষয়টি নিয়ে সম্প্রতি ইমরান খানের মত জানতে চেয়েছিল এশিয়া কেন্দ্রিক নিউজ পোর্টাল নিক্কেই এশিয়া। সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে ইমরান বলেন, ‘তাঁরা যদি দলকে নিষিদ্ধ করে তাহলে আমরা নতুন নামে আরেকটি দল গড়ব এবং নিশ্চিতভাবেই নির্বাচনে জয়ী হব।’
ইমরান আরও বলেন, ‘যদি তাঁরা আমাকেই নিষিদ্ধ করে কিংবা জেলে পাঠায় তবুও আমাদের দলই বিজয়ী হবে।’
ইমরান খান দাবি করেন, অনেক নিপীড়নের পরও তাঁর দলের সমর্থকদের মনোবল অক্ষুণ্ন আছে এবং দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন এসেছে।
দলের নেতা-কর্মীদের ওপর ক্র্যাকডাউনের বিষয়ে ইমরান বলেন, ‘এসব করে তাঁরা এখনো আমাদের ভয় দেখিয়ে দল ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৭ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে