Ajker Patrika

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু

আপডেট : ২০ জুলাই ২০২২, ১২: ৩২
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু

নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। তীব্র আন্দোলনের মুখে গত সপ্তাহে প্রেসিডেন্ট পদ ত্যাগ করেন গোতাবায়া রাজাপক্ষে। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে আজ বুধবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে ভোট। সংসদ সদস্যরা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এরই মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

প্রেসিডেন্ট পদে লড়ছেন তিনজন। তাঁরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, সংসদ সদস্য দুল্লাস আলাহাপ্পেরুমা ও অনুরা কুমারা দিসানায়েক। বিশ্লেষকদের মতে, মূল লড়াইটা হচ্ছে রনিল বিক্রমাসিংহে ও দুল্লাস আলাহাপ্পেরুমার মধ্যে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সংসদের স্পিকার ও প্রেসিডেন্টস পদপ্রার্থীরা এরই মধ্যে নিজেদের ভোট দিয়েছেন।

উল্লেখ্য, নজিরবিহীন গণবিক্ষোভের জেরে গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন এবং সেখান থেকেই ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত