Ajker Patrika

নিউজিল্যান্ডে ৩ সন্তান নিয়ে উধাও বাবাকে শনাক্তের দাবি

নিউজিল্যান্ডে ৩ সন্তান নিয়ে উধাও বাবাকে শনাক্তের দাবি

নিউজিল্যান্ডে টম ফিলিপস নামে এক বাবা তাঁর দুই কন্যা ও এক পুত্রকে নিয়ে তিন বছর আগে নিখোঁজ হয়েছিলেন। বুধবার বিবিসি জানিয়েছে, ৮ বছরের মেয়ে এমবার, তার চেয়ে এক বছরের বড় ভাই ম্যাভেরিক এবং তাদের ১১ বছর বয়সী বোন জায়দাকে সহ নিখোঁজ টমকে নিউজিল্যান্ডের বিস্তৃত একটি প্রান্তরে দেখা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ২০২১ সালের ডিসেম্বরে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ফিলিপস। কর্তৃপক্ষ ধারণা করেছিল, তাঁরা নিউজিল্যান্ডে উত্তর অংশের পশ্চিম ওয়াইকাটো অঞ্চলের বনে বাদারে ক্যাম্পিং করেছে। 

এর মধ্যে ওই অঞ্চলেই গত সপ্তাহে শূকর শিকারিদের একটি দল ফিলিপস এবং সন্তানদের মুখোমুখি হয়েছিল বলে দাবি করেছে। শিকারিরা ফিলিপসের তিন সন্তানের মধ্যে অন্তত একজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়। সে জানায়—শূকর শিকারিরা ছাড়া তাঁদের অস্তিত্ব সম্পর্কে আর কেউই জানে না। 

প্রাপ্ত বিভিন্ন তথ্য অনুযায়ী, টম ফিলিপস সশস্ত্র ছিলেন। তাঁর মুখভর্তি লম্বা দাঁড়ি। আর তাঁর সন্তানদের মুখে ছিল মুখোশ। তারা তাদের নিজস্ব ব্যাগ বহন করছিল। 

নিউজিল্যান্ড পুলিশ শূকর শিকারিদের কাছ থেকে পাওয়া তথ্যকে বিশ্বাসযোগ্য এবং উৎসাহজনক হিসেবে বর্ণনা করেছে। এর আগে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত বছর ওয়াইকাটো অঞ্চলের ওয়াইমোটো জেলায় এক সন্তানকে সঙ্গে নিয়ে একটি দোকান লুটের চেষ্টা করেছেন ফিলিপস। সিসি ক্যামেরার ফুটেজে মুখোশ পরা অবস্থায় দেখা গেলেও কর্তৃপক্ষ ফিলিপসকেই সন্দেহ করেছিল। পরবর্তীতে পুলিশ এবং সামরিক হেলিকপ্টারগুলো ব্যবহার করে টানা তিন দিন ধরে চারজনের ওই দলটির অনুসন্ধান করেও কোনো লাভ হয়নি। 

Untitled-2একটি অস্পষ্ট ছবিতে বাচ্চাদের সুস্থ দেখাচ্ছে বলে স্বস্তি প্রকাশ করেছেন তাদের মা কেট। তবে সন্তানদের নিয়ে কঠোর পরিশ্রম করানোর জন্য ফিলিপসের সমালোচনা করেছেন তিনি। নিখোঁজ স্বামী ও সন্তানদের খুঁজে বের করতে কর্তৃপক্ষকে আরও ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান কেট। 

গত জুনে নিখোঁজদের নিরাপদে ফিরিয়ে আনতে তাঁদের বিষয়ে তথ্যের জন্য ৮০ হাজার নিউজিল্যান্ডের ডলার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। যদিও সেই পুরস্কারের মেয়াদ এখন শেষ হয়ে গেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে থাকা অবস্থায় ওই শিশুরা বাইরের দুনিয়ার কারও সঙ্গেই কোনো যোগাযোগ করেনি। এই সময়ের মধ্যে তারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও গ্রহণ করেনি। পুলিশ ধারণা করছে, ইতিপূর্বে ব্যাংক ডাকাতিরও চেষ্টা করেছিলেন ফিলিপস এবং তিনি হয়তো এখন সশস্ত্র অবস্থায় আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত