যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ছাড়তে না ছাড়তেই দেশটিকে নিজেদের আয়ত্তে নিতে মরিয়া হয়ে উঠেছে তালেবান বাহিনী। ইতিমধ্যেই তারা দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে। তবে অগ্রসরমাণ তালেবানদের ঠেকাতে নতুন নিরাপত্তা পরিকল্পনার প্রস্তাব এনেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গতকাল আফগানিস্তানের সংসদে এ প্রস্তাব আনেন তিনি। তবে তিনি কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা করেছেন, তা প্রকাশ করা হয়নি।
আফগান সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবানদের সংঘর্ষের কারণে বর্তমানে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় তিনটি প্রদেশ চরম নিরাপত্তা সংকটে আছে।
তবে নতুন নিরাপত্তা পরিকল্পনা প্রস্তাব এনে প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করেছেন, আগামী ছয় মাসের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেবে তাঁর সরকার। তাঁর নিরাপত্তা পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
আশরাফ ঘানির মতে, বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত দেশটি থেকে আন্তর্জাতিক বাহিনীর হঠাৎ সরে যাওয়ার কারণে।
নিজের নিরাপত্তা পরিকল্পনায় আস্থা রাখার জন্য তিনি সংসদের দুই কক্ষের প্রতিই আহ্বান জানান। আশরাফ ঘানির নিরাপত্তা প্রস্তাবের পরই আফগান সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেন। দেশের জন্য যাঁরা লড়াই করছেন, সব সময় তাঁদের পাশে থাকারও ঘোষণা দেন তাঁরা। তবে আশরাফ ঘানির নিরাপত্তা প্রস্তাবের পর এটি ‘আজেবাজে কথা’ বলে বিবৃতি দিয়েছে তালেবান বাহিনী।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ছাড়তে না ছাড়তেই দেশটিকে নিজেদের আয়ত্তে নিতে মরিয়া হয়ে উঠেছে তালেবান বাহিনী। ইতিমধ্যেই তারা দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে। তবে অগ্রসরমাণ তালেবানদের ঠেকাতে নতুন নিরাপত্তা পরিকল্পনার প্রস্তাব এনেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গতকাল আফগানিস্তানের সংসদে এ প্রস্তাব আনেন তিনি। তবে তিনি কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা করেছেন, তা প্রকাশ করা হয়নি।
আফগান সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবানদের সংঘর্ষের কারণে বর্তমানে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় তিনটি প্রদেশ চরম নিরাপত্তা সংকটে আছে।
তবে নতুন নিরাপত্তা পরিকল্পনা প্রস্তাব এনে প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করেছেন, আগামী ছয় মাসের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেবে তাঁর সরকার। তাঁর নিরাপত্তা পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
আশরাফ ঘানির মতে, বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত দেশটি থেকে আন্তর্জাতিক বাহিনীর হঠাৎ সরে যাওয়ার কারণে।
নিজের নিরাপত্তা পরিকল্পনায় আস্থা রাখার জন্য তিনি সংসদের দুই কক্ষের প্রতিই আহ্বান জানান। আশরাফ ঘানির নিরাপত্তা প্রস্তাবের পরই আফগান সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেন। দেশের জন্য যাঁরা লড়াই করছেন, সব সময় তাঁদের পাশে থাকারও ঘোষণা দেন তাঁরা। তবে আশরাফ ঘানির নিরাপত্তা প্রস্তাবের পর এটি ‘আজেবাজে কথা’ বলে বিবৃতি দিয়েছে তালেবান বাহিনী।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে