Ajker Patrika

ছয় মাসেই তালেবান ঠেকানোর ঘোষণা

ছয় মাসেই তালেবান ঠেকানোর ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ছাড়তে না ছাড়তেই দেশটিকে নিজেদের আয়ত্তে নিতে মরিয়া হয়ে উঠেছে তালেবান বাহিনী। ইতিমধ্যেই তারা দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে। তবে অগ্রসরমাণ তালেবানদের ঠেকাতে নতুন নিরাপত্তা পরিকল্পনার প্রস্তাব এনেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গতকাল আফগানিস্তানের সংসদে এ প্রস্তাব আনেন তিনি। তবে তিনি কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা  করেছেন, তা প্রকাশ করা হয়নি।

আফগান সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবানদের সংঘর্ষের কারণে বর্তমানে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় তিনটি প্রদেশ চরম নিরাপত্তা সংকটে আছে।

তবে নতুন নিরাপত্তা পরিকল্পনা প্রস্তাব এনে প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করেছেন, আগামী ছয় মাসের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেবে তাঁর সরকার। তাঁর নিরাপত্তা পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আশরাফ ঘানির মতে, বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত দেশটি থেকে আন্তর্জাতিক বাহিনীর হঠাৎ সরে যাওয়ার কারণে।

নিজের নিরাপত্তা পরিকল্পনায় আস্থা রাখার জন্য তিনি সংসদের দুই কক্ষের প্রতিই আহ্বান জানান। আশরাফ ঘানির নিরাপত্তা প্রস্তাবের পরই আফগান সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেন। দেশের জন্য যাঁরা লড়াই করছেন, সব সময় তাঁদের পাশে থাকারও ঘোষণা দেন তাঁরা। তবে আশরাফ ঘানির নিরাপত্তা প্রস্তাবের পর এটি ‘আজেবাজে কথা’ বলে বিবৃতি দিয়েছে তালেবান বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত