কাবুলের উত্তরাঞ্চলে অবস্থিত পানশির উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। তবে তালেবানবিরোধীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। তবে পানশির প্রদেশটি এত দিন তালেবানের নিয়ন্ত্রণে বাইরে ছিল।
পানশির দখলের বিষয়ে একজন তালেবান কমান্ডার বলেন, মহান আল্লাহর রহমতে পুরো আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পানশির এখন আমাদের অধীনে।
গতকাল শুক্রবার পানশির দখলের পরই কাবুলে বন্দুকের গুলি ছুঁড়ে তা উদ্যাপন করেছে তালেবান। এ ছাড়া বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টেও পানশির দখলের কথা তালেবানের পক্ষ থেকে বলা হয়।
তবে তালেবানের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতা থাকার সময় এই পানশির দখলে নিতে পারেনি তালেবান।
এদিকে তালেবানবিরোধী গ্রুপের নেতা আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, তার বাহিনী এখনো আত্মসমর্পণ করেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একজন সাংবাদিক টুইটারে পানশিরের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, এখানকার পরিস্থিতি কঠিন। আমরা তালেবান হামলার মধ্যে রয়েছি।
আফগানিস্তানের দুর্গম অঞ্চল পানশির বরাবরই তাদের প্রতিরোধের জন্য খ্যাত। ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এবং ১৯৯০ এর দশকে তালেবানের বিরুদ্ধে এই অঞ্চল শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। পানশির উপত্যকার বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন ৩২ বছর বয়সী আহমাদ মাসুদ। তিনি ব্রিটেনের স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আফগানিস্তানের কিংবদন্তি প্রতিরোধ কমান্ডার প্রয়াত আহমাদ শাহ মাসুদের ছেলে।
কাবুলের উত্তরাঞ্চলে অবস্থিত পানশির উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। তবে তালেবানবিরোধীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। তবে পানশির প্রদেশটি এত দিন তালেবানের নিয়ন্ত্রণে বাইরে ছিল।
পানশির দখলের বিষয়ে একজন তালেবান কমান্ডার বলেন, মহান আল্লাহর রহমতে পুরো আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পানশির এখন আমাদের অধীনে।
গতকাল শুক্রবার পানশির দখলের পরই কাবুলে বন্দুকের গুলি ছুঁড়ে তা উদ্যাপন করেছে তালেবান। এ ছাড়া বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টেও পানশির দখলের কথা তালেবানের পক্ষ থেকে বলা হয়।
তবে তালেবানের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতা থাকার সময় এই পানশির দখলে নিতে পারেনি তালেবান।
এদিকে তালেবানবিরোধী গ্রুপের নেতা আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, তার বাহিনী এখনো আত্মসমর্পণ করেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একজন সাংবাদিক টুইটারে পানশিরের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, এখানকার পরিস্থিতি কঠিন। আমরা তালেবান হামলার মধ্যে রয়েছি।
আফগানিস্তানের দুর্গম অঞ্চল পানশির বরাবরই তাদের প্রতিরোধের জন্য খ্যাত। ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এবং ১৯৯০ এর দশকে তালেবানের বিরুদ্ধে এই অঞ্চল শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। পানশির উপত্যকার বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন ৩২ বছর বয়সী আহমাদ মাসুদ। তিনি ব্রিটেনের স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আফগানিস্তানের কিংবদন্তি প্রতিরোধ কমান্ডার প্রয়াত আহমাদ শাহ মাসুদের ছেলে।
গত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
২ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
২ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
৩ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নেপালি নাগরিক পুলিশকে জানিয়েছে কীভাবে মিথানল মিশিয়ে মদ তৈরি ও বিক্রি করা হতো। কর্তৃপক্ষ আবাসিক ও শিল্প এলাকাগুলোয় অভিযান চালিয়ে এই অবৈধ কারখানাগুলো খুঁজে বের করে।
৫ ঘণ্টা আগে