পারমাণবিক চুক্তির সঙ্গে জড়িত পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলেছে। গতকাল সোমবার দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, তেহরান অবৈধভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ও গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করে চলেছে। শুধু তাই নয়, রাশিয়ার কাছে হাজারো ড্রোন বিক্রি করছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিম দেশগুলোর অভিযোগ, ইরান এরই মধ্যে তার কাছে থাকা ইউরেনিয়ামকে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে। অথচ দেশটির ঘোষিত কোনো পারমাণবিক কর্মসূচি নেই। এর ফলে এই সমৃদ্ধকরণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র এসব অভিযোগ তুলেছে। তবে ইরান ও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি ও ইরান মিলে তেহরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ছয় জাতি আলোচনা শুরু হয় ২০১৩ সালের দিকে। আলোচনার লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্রের উপযোগী ইউরেনিয়াম তৈরির চেষ্টা বাদ দিতে রাজি করানো, যাতে এর বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এই আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
তবে সেই আলোচনার সূত্র ধরে ইরান সম্মত হয়েছিল, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি নির্দিষ্ট মাত্রায় রাখবে যাতে সেগুলোকে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার করা যায়। বিপরীতে ইরানের ওপর থেকে পশ্চিমা বিশ্বের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। সেই সূত্র ধরে ২০১৫ সালে এই আলোচনার ফলাফল বাস্তবায়নের কাজও শুরু হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র নিজেদের চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ায় বিষয়টি মুখ থুবড়ে পড়ে।
জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির ইরাভানি ও রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই নতুন অভিযোগ উত্থাপনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায়। ইরাভানি পশ্চিমা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘ইরান নন-প্রলিফারেশন ট্রিটি অনুসরণ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে।’ রাশিয়া ইউক্রেনে ইরানের ড্রোন ব্যবহার করছে—এমন দাবিও উড়িয়ে দেন।
জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি এই চুক্তির বদলে একটি শক্তিশালী চুক্তি করবেন। কিন্তু বাস্তবে তা আর হয়নি। তবে এই সময়ে এসে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং প্রায় ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে।
আনুষ্ঠানিকভাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ২০২২ সালের আগস্টে ভেঙে পড়ে। তারপরও গতকাল সোমবার জাতিসংঘের রাজনৈতিক প্রধান রোজমেরি ডিকার্লো জোর দিয়ে বলেন যে, জাতিসংঘের মহাসচিব এখনো আশাবাদী যে, জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন বাস্তবায়ন সম্ভব এবং এটিই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সবচেয়ে ভালো সমাধান হতে পারে।
আইএইএ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন নির্ধারিত সীমার চেয়ে ২২ গুণ বেশি। রোজমেরি ডিকার্লো ইরানকে এই সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পারমাণবিক চুক্তির সঙ্গে জড়িত পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলেছে। গতকাল সোমবার দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, তেহরান অবৈধভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ও গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করে চলেছে। শুধু তাই নয়, রাশিয়ার কাছে হাজারো ড্রোন বিক্রি করছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিম দেশগুলোর অভিযোগ, ইরান এরই মধ্যে তার কাছে থাকা ইউরেনিয়ামকে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে। অথচ দেশটির ঘোষিত কোনো পারমাণবিক কর্মসূচি নেই। এর ফলে এই সমৃদ্ধকরণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র এসব অভিযোগ তুলেছে। তবে ইরান ও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি ও ইরান মিলে তেহরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ছয় জাতি আলোচনা শুরু হয় ২০১৩ সালের দিকে। আলোচনার লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্রের উপযোগী ইউরেনিয়াম তৈরির চেষ্টা বাদ দিতে রাজি করানো, যাতে এর বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এই আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
তবে সেই আলোচনার সূত্র ধরে ইরান সম্মত হয়েছিল, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি নির্দিষ্ট মাত্রায় রাখবে যাতে সেগুলোকে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার করা যায়। বিপরীতে ইরানের ওপর থেকে পশ্চিমা বিশ্বের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। সেই সূত্র ধরে ২০১৫ সালে এই আলোচনার ফলাফল বাস্তবায়নের কাজও শুরু হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র নিজেদের চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ায় বিষয়টি মুখ থুবড়ে পড়ে।
জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির ইরাভানি ও রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই নতুন অভিযোগ উত্থাপনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায়। ইরাভানি পশ্চিমা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘ইরান নন-প্রলিফারেশন ট্রিটি অনুসরণ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে।’ রাশিয়া ইউক্রেনে ইরানের ড্রোন ব্যবহার করছে—এমন দাবিও উড়িয়ে দেন।
জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি এই চুক্তির বদলে একটি শক্তিশালী চুক্তি করবেন। কিন্তু বাস্তবে তা আর হয়নি। তবে এই সময়ে এসে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং প্রায় ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে।
আনুষ্ঠানিকভাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ২০২২ সালের আগস্টে ভেঙে পড়ে। তারপরও গতকাল সোমবার জাতিসংঘের রাজনৈতিক প্রধান রোজমেরি ডিকার্লো জোর দিয়ে বলেন যে, জাতিসংঘের মহাসচিব এখনো আশাবাদী যে, জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন বাস্তবায়ন সম্ভব এবং এটিই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সবচেয়ে ভালো সমাধান হতে পারে।
আইএইএ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন নির্ধারিত সীমার চেয়ে ২২ গুণ বেশি। রোজমেরি ডিকার্লো ইরানকে এই সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে