শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্রই গুলি করার নির্দেশের বিষয়টি অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষাপ্রধান ও সেনা কমান্ডার শাভেন্দ্র সিলভা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার শাভেন্দ্র এই অভিযোগ অস্বীকার করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এমন ন্যক্কারজনক পদক্ষেপ তাঁরা নেবেন না বলে আশ্বস্ত করেছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষাপ্রধান।
এর আগে শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির নেতা দুমিন্দা নাগামুয়া দাবি করেন, বিক্ষোভকারীদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে গুলি করা হতে পারে বলে বিক্ষোভকারীদের সতর্কবার্তা দিয়েছিল শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বিবৃতিতে বলা হয়, যারা সরকারি সম্পত্তির ক্ষতি করছে বা অন্যদের ক্ষতি করছে তাদের গুলি করা হতে পারে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন ঘোষণা আসে যখন বিক্ষোভকারীরা একের পর এক সরকারি প্রতিষ্ঠান ও ক্ষমতাসীন রাজনীতিকদের বাড়িঘরে হামলা চালাতে থাকে। দুই দিনে ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন এমপির বাড়িসহ অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।
এদিকে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি থাকায় তৃতীয় দিনের মতো বুধবারও দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ রয়েছে দেশটিতে। কলম্বোর রাস্তায় টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্রই গুলি করার নির্দেশের বিষয়টি অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষাপ্রধান ও সেনা কমান্ডার শাভেন্দ্র সিলভা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার শাভেন্দ্র এই অভিযোগ অস্বীকার করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এমন ন্যক্কারজনক পদক্ষেপ তাঁরা নেবেন না বলে আশ্বস্ত করেছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষাপ্রধান।
এর আগে শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির নেতা দুমিন্দা নাগামুয়া দাবি করেন, বিক্ষোভকারীদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে গুলি করা হতে পারে বলে বিক্ষোভকারীদের সতর্কবার্তা দিয়েছিল শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বিবৃতিতে বলা হয়, যারা সরকারি সম্পত্তির ক্ষতি করছে বা অন্যদের ক্ষতি করছে তাদের গুলি করা হতে পারে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন ঘোষণা আসে যখন বিক্ষোভকারীরা একের পর এক সরকারি প্রতিষ্ঠান ও ক্ষমতাসীন রাজনীতিকদের বাড়িঘরে হামলা চালাতে থাকে। দুই দিনে ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন এমপির বাড়িসহ অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।
এদিকে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি থাকায় তৃতীয় দিনের মতো বুধবারও দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ রয়েছে দেশটিতে। কলম্বোর রাস্তায় টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১০ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
১০ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
১৪ ঘণ্টা আগে