Ajker Patrika

এ বছর ১৬৫ শিশুকে হত্যা করেছে মিয়ানমার জান্তা: এনইউজি

এ বছর ১৬৫ শিশুকে হত্যা করেছে মিয়ানমার জান্তা: এনইউজি

চলতি বছর মিয়ানমারে অন্তত ১৬৫ শিশুকে হত্যা করেছে জান্তাবাহিনী। এমন অভিযোগ করেছে দেশটির নির্বাসিত বিরোধী জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। স্থানীয় বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী, নাগরিক সমাজ আর ক্ষমতাচ্যুত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এনইউজি। তাঁদের তথ্য অনুসারে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে জান্তাদের হাতে ৭৮ শতাংশ বেশি শিশু প্রাণ হারিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, এনইউজির অভিযোগ ‘বিশ্বাসযোগ্য’ বলে মনে করছেন মিয়ানমারে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিন। তিনি বলেন, এ ধরনের প্রতিবেদনগুলোতে সাধারণত তথ্যপ্রমাণ সংযুক্ত থাকে। 

গত সেপ্টেম্বরে স্যাগাইং অঞ্চলে একটি স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় এক ডজন শিশু নিহত হয়। জান্তা সরকারের দাবি, হামলার আগে প্রতিরোধযোদ্ধারা ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির ‘চরমপন্থীরা’ স্কুলটিতে লুকিয়ে ছিলেন। 

স্থানীয় গণমাধ্যমের বিশ্লেষণ থেকে জানা যায়, জান্তাবিরোধী প্রতিরোধযোদ্ধাদের লক্ষ্য করে সম্প্রতি কামান হামলা চালানো হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি নেতৃত্বাধীন এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমার সেনাবাহিনী। এ সময় সু চিসহ এনএলডির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়। 

তবে দেশের জনগণের বড় একটি অংশ সামরিক শাসনে ফিরে যেতে চায়নি। ফলে দেশজুড়ে বিক্ষোভ ও আন্দোলন করতে শুরু করে সাধারণ মানুষ ও গণতান্ত্রিক সরকারের কর্মীরা। পরে তাদের সঙ্গে যুক্ত হয় ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নির্বাচিত অংশ। এরপর সেনাদের হাতে এ পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছেন। আর গ্রেপ্তার হয়েছেন ১৫ হাজারের বেশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত