জাতিসংঘ মানবাধিকারের প্রধান ভলকার তুর্ক বলেছেন, মিয়ানমারে সামরিক শাসনের তিন বছরে অসহনীয় নিষ্ঠুরতা ছড়িয়েছে জান্তা সরকার। এই সামরিক শাসনের কারণে অন্তহীন এক দুঃস্বপ্নের মধ্যে আটকে আছে দেশটির নাগরিকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে গতকাল শুক্রবার এসব কথা বলেন ভলকার তুর্ক। তিনি আরও বলেন, সব ধরনের ভিন্নমত দমন করার চেষ্টা করেছে জান্তা। এ জন্য কোনো জবাবদিহি করতে হচ্ছে না সরকারকে। মিয়ানমারে নৃশংসতা রোধে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
ভলকার তুর্ক বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এখন অন্তহীন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যা কিনা বিশ্ব রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে। সশস্ত্র সংঘাত বেড়েছে এবং তা পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তিন বছরের সামরিক শাসন মিয়ানমারের জনগণের ওপর অসহনীয় মাত্রার দুর্ভোগ ও নিষ্ঠুরতা ডেকে এনেছে। এর ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছে জান্তা সরকার। জান্তা ক্ষমতার সম্পূর্ণ অপব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে।
মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসে জান্তা। ওই সময় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও স্টেক কাউন্সেলর অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে তুর্ক বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সামরিক বাহিনীর হাতে ৬৯৫ নারী, ৪৯০ শিশুসহ মোট ৪ হাজার ৬০৩ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। শুধু তা-ই নয়, ১১৩ নারীসহ ৪০০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে ফেলা হয়।
জাতিসংঘ মানবাধিকারের প্রধান ভলকার তুর্ক বলেছেন, মিয়ানমারে সামরিক শাসনের তিন বছরে অসহনীয় নিষ্ঠুরতা ছড়িয়েছে জান্তা সরকার। এই সামরিক শাসনের কারণে অন্তহীন এক দুঃস্বপ্নের মধ্যে আটকে আছে দেশটির নাগরিকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে গতকাল শুক্রবার এসব কথা বলেন ভলকার তুর্ক। তিনি আরও বলেন, সব ধরনের ভিন্নমত দমন করার চেষ্টা করেছে জান্তা। এ জন্য কোনো জবাবদিহি করতে হচ্ছে না সরকারকে। মিয়ানমারে নৃশংসতা রোধে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
ভলকার তুর্ক বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এখন অন্তহীন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যা কিনা বিশ্ব রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে। সশস্ত্র সংঘাত বেড়েছে এবং তা পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তিন বছরের সামরিক শাসন মিয়ানমারের জনগণের ওপর অসহনীয় মাত্রার দুর্ভোগ ও নিষ্ঠুরতা ডেকে এনেছে। এর ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছে জান্তা সরকার। জান্তা ক্ষমতার সম্পূর্ণ অপব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে।
মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসে জান্তা। ওই সময় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও স্টেক কাউন্সেলর অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে তুর্ক বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সামরিক বাহিনীর হাতে ৬৯৫ নারী, ৪৯০ শিশুসহ মোট ৪ হাজার ৬০৩ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। শুধু তা-ই নয়, ১১৩ নারীসহ ৪০০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে ফেলা হয়।
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৩ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৪ ঘণ্টা আগে