কথা না শুনলে স্ত্রীকে পেটানোর পরামর্শ দিয়ে বিতর্কের মুখে পড়েছেন মালয়েশিয়ার নারী ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিতি জাইলা ইউসুফ। সম্প্রতি মালয়েশিয়ার এই নারী মন্ত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দেন দেশের জনতার উদ্দেশে। সেখানেই তিনি এমনটি বলেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়াবাসীকে সাংসারিক বিষয়ে পরামর্শ দিতেই ইনস্টাগ্রামে দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেন দেশটির নারী ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইউসুফ। সেখানে তিনি বলেন, ‘যেসব নারী কথা শোনেন না, তাঁদের অনুশাসনে বাঁধতে কথা বলা উচিত স্বামীর। তাতে কাজ না হলে তিন দিন আলাদা বিছানায় শোয়া উচিত। এর পরেও কথা না শুনলে স্ত্রীর গায়ে হাত দিতে পারেন স্বামী। অল্পস্বল্প মারধরও করতে পারেন। এর ফলে স্ত্রী অনুভব করবেন, স্বভাব পরিবর্তন না হলে স্বামী কতটা কঠিন রূপ ধারণ করতে পারেন।’
নারীদের উদ্দেশে মালয়েশিয়ার নারী ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিতি জাইলা ইউসুফ ভিডিওটিতে আরও বলেন, ‘মেজাজ বুঝে, খাওয়াদাওয়া সম্পূর্ণ হওয়ার পর যখন স্বামী অবসর সময় কাটাচ্ছেন, তখন তাঁর সঙ্গে কথা বলুন। কোনো বিষয়ে উত্থাপনের আগে অনুমতি চেয়ে নেবেন।’
ইউসুফের এমন ভিডিও বার্তায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মতে, একজন নারীর মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন ইউসুফ।
একজন বলেছেন, ‘পুরুষ, নারী, শিশু বা পশু কাউকেই মারার অধিকার থাকতে পারে না কোনো মানুষের। লজ্জাজনক মন্তব্য!’ একজন নেটিজেন বলেন, ‘ছিঃ, আপনি একজন মন্ত্রী! কী করে এমন মন্তব্য করতে পারলেন! পদত্যাগ করা উচিত আপনার।’
শুধু নেটিজেনরাই নয়, মালয়েশিয়ার একটি মানবাধিকার সংগঠন, নারীর সুরক্ষা নিয়ে কাজ করা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও কড়া নিন্দা জানিয়েছে ইউসুফের ভিডিও বার্তার।
কথা না শুনলে স্ত্রীকে পেটানোর পরামর্শ দিয়ে বিতর্কের মুখে পড়েছেন মালয়েশিয়ার নারী ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিতি জাইলা ইউসুফ। সম্প্রতি মালয়েশিয়ার এই নারী মন্ত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দেন দেশের জনতার উদ্দেশে। সেখানেই তিনি এমনটি বলেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়াবাসীকে সাংসারিক বিষয়ে পরামর্শ দিতেই ইনস্টাগ্রামে দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেন দেশটির নারী ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইউসুফ। সেখানে তিনি বলেন, ‘যেসব নারী কথা শোনেন না, তাঁদের অনুশাসনে বাঁধতে কথা বলা উচিত স্বামীর। তাতে কাজ না হলে তিন দিন আলাদা বিছানায় শোয়া উচিত। এর পরেও কথা না শুনলে স্ত্রীর গায়ে হাত দিতে পারেন স্বামী। অল্পস্বল্প মারধরও করতে পারেন। এর ফলে স্ত্রী অনুভব করবেন, স্বভাব পরিবর্তন না হলে স্বামী কতটা কঠিন রূপ ধারণ করতে পারেন।’
নারীদের উদ্দেশে মালয়েশিয়ার নারী ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিতি জাইলা ইউসুফ ভিডিওটিতে আরও বলেন, ‘মেজাজ বুঝে, খাওয়াদাওয়া সম্পূর্ণ হওয়ার পর যখন স্বামী অবসর সময় কাটাচ্ছেন, তখন তাঁর সঙ্গে কথা বলুন। কোনো বিষয়ে উত্থাপনের আগে অনুমতি চেয়ে নেবেন।’
ইউসুফের এমন ভিডিও বার্তায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মতে, একজন নারীর মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন ইউসুফ।
একজন বলেছেন, ‘পুরুষ, নারী, শিশু বা পশু কাউকেই মারার অধিকার থাকতে পারে না কোনো মানুষের। লজ্জাজনক মন্তব্য!’ একজন নেটিজেন বলেন, ‘ছিঃ, আপনি একজন মন্ত্রী! কী করে এমন মন্তব্য করতে পারলেন! পদত্যাগ করা উচিত আপনার।’
শুধু নেটিজেনরাই নয়, মালয়েশিয়ার একটি মানবাধিকার সংগঠন, নারীর সুরক্ষা নিয়ে কাজ করা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও কড়া নিন্দা জানিয়েছে ইউসুফের ভিডিও বার্তার।
ভারতীয় পার্লামেন্টে এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। আজ বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থাপন করেছেন সংবিধান সংশোধনী (১৩০তম সংশোধনী) বিল-২০২৫। প্রস্তাবিত এই আইনের মূল কথা—কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি দুর্নীতি বা গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে কমপক্ষে
২ ঘণ্টা আগেবার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নতুন বড় অভিযানের প্রস্তুতির উদ্দেশ্যে ইসরায়েলি সেনারা ইতিমধ্যেই গাজা সিটির জাইতুন এবং জাবালিয়া এলাকায় কাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যেই চিফ অব স্টাফ এই অভিযানের চূড়ান্ত অনুমোদন দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানটি ঠিক কবে শুরু হবে তা এখনো স্পষ্ট নয়।
৪ ঘণ্টা আগেব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার জলাবদ্ধতার কারণে, মাঝ রাস্তায় থেমে যায় একটি মনোরেল। বৃষ্টির কারণে ট্রেনটিতে অতিরিক্ত ভিড় ছিল। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, প্রায় ৬০০ যাত্রী নিয়ে থেমে গিয়েছিল সেটি।
৫ ঘণ্টা আগেপুলিশ জানিয়েছে, সূর্যাংশু নামের ওই যুবককে দুই বছর ধরে চিনতেন হামলার শিকার শিক্ষিকা। তাঁর প্রতি সূর্যাংশুর দুর্বলতা ছিল বলেও জানা গেছে। কিন্তু তাতে কখনোই সায় দেননি তিনি। গত বছর নিয়মবহির্ভূত কার্যকলাপের জন্য স্কুল থেকে ওই ছাত্রকে বের করে দেওয়া হয়। এরপর চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবারও স্কুলে
৬ ঘণ্টা আগে