মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছে। থাই কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর জন্ম হয়।
থাই কর্মকর্তারা বলেছেন, নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্তবর্তী কারেন রাজ্যের মায়াওয়াদি শহরে মিয়ানমারের হাজার হাজার বাসিন্দা জড়ো হচ্ছে। প্রাদেশিক কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ১০টি এলাকাজুড়ে প্রায় ৩ হাজার ৯৯৮ জন মিয়ানমারের বাসিন্দা জড়ো হয়েছে।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম খাওসোদ ও বিবিসি বার্মিজ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার জাতিগত সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) সশস্ত্র যোদ্ধারা একটি সীমান্তরক্ষী চৌকিতে হামলা করলে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল থেকে অনেক মানুষ সীমান্ত অতিক্রম করেছে এবং কেউ কেউ এখনো মিয়ানমারের পাশে অপেক্ষা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতব্য কর্মী বলেছেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পানযোগ্য পানি নেই। টয়লেটের ব্যবস্থা নেই।’
সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর কেএনএলএ অভ্যুত্থানবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগ দিয়েছে। তারা সামরিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই লড়াই করছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, সামরিক জান্তারা এ পর্যন্ত ৩ হাজার ২১২ জনকে হত্যা করেছে এবং ১৭ হাজারেরও বেশি মানুষকে কারাবন্দী করেছে।
প্রত্যক্ষদর্শীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, বেসামরিক মানুষের ওপরে বিমান হামলা চালানো হয়েছে। অনেক গ্রাম সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এক গ্রামে বোমা হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে এবং বেসামরিক মানুষের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে। তারা বেসামরিক মানুষের মৃত্যুর জন্য অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদেরই দায়ী করেছে।
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছে। থাই কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর জন্ম হয়।
থাই কর্মকর্তারা বলেছেন, নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্তবর্তী কারেন রাজ্যের মায়াওয়াদি শহরে মিয়ানমারের হাজার হাজার বাসিন্দা জড়ো হচ্ছে। প্রাদেশিক কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ১০টি এলাকাজুড়ে প্রায় ৩ হাজার ৯৯৮ জন মিয়ানমারের বাসিন্দা জড়ো হয়েছে।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম খাওসোদ ও বিবিসি বার্মিজ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার জাতিগত সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) সশস্ত্র যোদ্ধারা একটি সীমান্তরক্ষী চৌকিতে হামলা করলে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল থেকে অনেক মানুষ সীমান্ত অতিক্রম করেছে এবং কেউ কেউ এখনো মিয়ানমারের পাশে অপেক্ষা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতব্য কর্মী বলেছেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পানযোগ্য পানি নেই। টয়লেটের ব্যবস্থা নেই।’
সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর কেএনএলএ অভ্যুত্থানবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগ দিয়েছে। তারা সামরিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই লড়াই করছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, সামরিক জান্তারা এ পর্যন্ত ৩ হাজার ২১২ জনকে হত্যা করেছে এবং ১৭ হাজারেরও বেশি মানুষকে কারাবন্দী করেছে।
প্রত্যক্ষদর্শীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, বেসামরিক মানুষের ওপরে বিমান হামলা চালানো হয়েছে। অনেক গ্রাম সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এক গ্রামে বোমা হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে এবং বেসামরিক মানুষের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে। তারা বেসামরিক মানুষের মৃত্যুর জন্য অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদেরই দায়ী করেছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৪৪ মিনিট আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
১ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে