Ajker Patrika

ভারতের পর এবার জান্তা সেনারা পালাচ্ছে চীনেও

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৬: ০১
ভারতের পর এবার জান্তা সেনারা পালাচ্ছে চীনেও

মিয়ানমারের বড় দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের সীমান্তবর্তী রাজ্যগুলোতে ক্রমেই জায়গা হারাচ্ছে জান্তাবাহিনী। বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণের মুখে টিকতে না পেরে জান্তাবাহিনীর সদস্যরা এবার চীনে পালিয়ে যাচ্ছেন। এর আগে ভারতেও আশ্রয় নেওয়ার খবরও পাওয়া গেছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমারের কাচিন রাজ্যের বিদ্রোহীদের হাতে বেদম মার খেয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে জান্তাবাহিনী। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) হামলায় নিজেদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল হারিয়ে জান্তাবাহিনীর বেশ কয়েকজন সেনা চীনা পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, কাচিনের মানসি টাউনশিপের মান ওয়েন গাই গ্রামের দখল ছিল জান্তাবাহিনীর ৪২৪ লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের কাছে। কিন্তু গত রোববার কাচিন ইনডিপেনডেন্স আর্মি ও কাচিন পিপলস ডিফেন্স ফোর্সের যৌথ হামলার পর ব্যাটালিয়নের সেনারা গ্রামের দখল ছেড়ে পালিয়ে গেছে চীনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, ১৭ জন জান্তা সেনা চীন-মিয়ানমার সীমান্তের শেউলি নদী পেরিয়ে চীনে প্রবেশ করছে। চীনা কর্তৃপক্ষ গত সোমবার উত্তর শান রাজ্যের মিউজ সীমান্ত দিয়ে জান্তা সৈন্যদের সরকারের কাছে ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে। তবে ইরাবতী বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু ইরাবতীকে বলেছেন, ৪২৪ ব্যাটালিয়নের এক ডেপুটি কমান্ডারসহ প্রায় ৩০ জন জান্তা সেনাকে মান ওয়েন গাইতে বন্দী করা হয়েছে। কর্নেল বলেছেন, এই গ্রাম চীনের রুইলি অঞ্চল ও মিয়ানমারে শান রাজ্যের নামখামের মধ্যবর্তী রুটের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত।

কেবল চীন নয়, মিয়ানমারের জান্তা সেনারা চিন ও রাখাইন রাজ্য থেকেই পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। গত সপ্তাহে প্রায় ৩০০ জান্তা সেনা ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের মিয়ানমারের জান্তা বাহিনীর কাছে ফেরত পাঠায়। মিজোরাম থেকে জান্তা সেনাদের ফিরিয়ে নিতে গিয়ে মিয়ানমারের একটি সামরিক পরিবহন বিমানও বিধ্বস্ত হয় রাজ্যের লেংপুই বিমানবন্দরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত