ফেসবুকে সহিংস রাজনৈতিক বক্তব্য দেওয়ায় ছয় মাসের জন্য কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের পেজ স্থগিত করা হয়েছে। ওই ভিডিওতে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছিলেন, যা ৬ লাখ বার দেখা হয়েছে। ৩৮ বছর ধরে ক্ষমতায় থাকা হুন পুনরায় নির্বাচনী প্রচার শুরুর কয়েক দিন আগে এমন বক্তব্য দেন।
ফেসবুকে হুন সেনের ফলোয়ার ১৪ মিলিয়ন ছিল। যদিও এখন তিনি টেলিগ্রাম ও টিকটক ব্যবহার করছেন। তাঁর সমালোচকেরা বলছেন, ৬৯ বছর বয়সী হুনের ফেসবুক অ্যাকাউন্ট ছিল বট বা জাল।
ফেসবুকের পরিচালক মেটার ওভারসাইট বোর্ড গতকাল বৃহস্পতিবার ভিডিওটির জন্য তাঁকে ছয় মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে। তবে ওই ভিডিও জানুয়ারিতে পোস্ট করা হয়েছিল। ভিডিওটি সরিয়ে নিতে ফেসবুকের পূর্ববর্তী সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।
ফেসবুকের পর্যবেক্ষণ বোর্ড এক বিবৃতিতে বলেছে, হুন সেনের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস, রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধী দলকে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে বোর্ড মেটাকে তাঁর ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থগিত করার আহ্বান জানিয়েছে।
ভিডিওতে হুন সেন জুলাইয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনে তার দলের ভোট চুরির অভিযোগ আনায় বিরোধী নেতাদের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘হয় আপনি আদালতে যাবেন বিচারের জন্য, নয়তো মাঠে এসে আমার জনগণের হাতে মার খাবেন।’ এর কিছু পরেই ফেসবুকের ওভারসাইট বোর্ড হুনকে নোটিশ পাঠায়।
হুন সেন ৩৮ বছরেরও বেশি সময় ধরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতাদের একজন। তাঁর শাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং জুলাইয়ের ভোটের আগে সমস্ত বিরোধী দলকে ধ্বংস করার অভিযোগ রয়েছে।
কম্বোডিয়ার স্ট্র্যাঞ্জিও বার্তা সংস্থা এএফপিকে বলেন, হুন সেনের টিকটক ও টেলিগ্রামে যাওয়ার সিদ্ধান্ত কম্বোডিয়ায় চীন ও রাশিয়ার প্রভাবকে প্রতিফলিত করে।
টিকটকের পরিচালনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সদর দপ্তর বেইজিংয়ে অবস্থিত। আর টেলিগ্রামের সদর দপ্তর রাশিয়ায়।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক থেকে হুন সেনের নিষিদ্ধ করাকে মানবাধিকার নিয়ে ‘বিগ টেক’ ও একনায়কদের লড়াই বলেছে।
এইচআরডব্লিউর ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, ‘একজন কর্তৃত্ববাদী যখন সামাজিক মাধ্যমে সহিংসতা উসকে দেয়, তখন তা মোকাবিলা করা বেশ কঠিন। যেমনটি আমরা ইতিমধ্যে কম্বোডিয়ায় অনেকবার দেখেছি।’
ফেসবুকে সহিংস রাজনৈতিক বক্তব্য দেওয়ায় ছয় মাসের জন্য কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের পেজ স্থগিত করা হয়েছে। ওই ভিডিওতে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছিলেন, যা ৬ লাখ বার দেখা হয়েছে। ৩৮ বছর ধরে ক্ষমতায় থাকা হুন পুনরায় নির্বাচনী প্রচার শুরুর কয়েক দিন আগে এমন বক্তব্য দেন।
ফেসবুকে হুন সেনের ফলোয়ার ১৪ মিলিয়ন ছিল। যদিও এখন তিনি টেলিগ্রাম ও টিকটক ব্যবহার করছেন। তাঁর সমালোচকেরা বলছেন, ৬৯ বছর বয়সী হুনের ফেসবুক অ্যাকাউন্ট ছিল বট বা জাল।
ফেসবুকের পরিচালক মেটার ওভারসাইট বোর্ড গতকাল বৃহস্পতিবার ভিডিওটির জন্য তাঁকে ছয় মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে। তবে ওই ভিডিও জানুয়ারিতে পোস্ট করা হয়েছিল। ভিডিওটি সরিয়ে নিতে ফেসবুকের পূর্ববর্তী সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।
ফেসবুকের পর্যবেক্ষণ বোর্ড এক বিবৃতিতে বলেছে, হুন সেনের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস, রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধী দলকে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে বোর্ড মেটাকে তাঁর ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থগিত করার আহ্বান জানিয়েছে।
ভিডিওতে হুন সেন জুলাইয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনে তার দলের ভোট চুরির অভিযোগ আনায় বিরোধী নেতাদের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘হয় আপনি আদালতে যাবেন বিচারের জন্য, নয়তো মাঠে এসে আমার জনগণের হাতে মার খাবেন।’ এর কিছু পরেই ফেসবুকের ওভারসাইট বোর্ড হুনকে নোটিশ পাঠায়।
হুন সেন ৩৮ বছরেরও বেশি সময় ধরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতাদের একজন। তাঁর শাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং জুলাইয়ের ভোটের আগে সমস্ত বিরোধী দলকে ধ্বংস করার অভিযোগ রয়েছে।
কম্বোডিয়ার স্ট্র্যাঞ্জিও বার্তা সংস্থা এএফপিকে বলেন, হুন সেনের টিকটক ও টেলিগ্রামে যাওয়ার সিদ্ধান্ত কম্বোডিয়ায় চীন ও রাশিয়ার প্রভাবকে প্রতিফলিত করে।
টিকটকের পরিচালনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সদর দপ্তর বেইজিংয়ে অবস্থিত। আর টেলিগ্রামের সদর দপ্তর রাশিয়ায়।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক থেকে হুন সেনের নিষিদ্ধ করাকে মানবাধিকার নিয়ে ‘বিগ টেক’ ও একনায়কদের লড়াই বলেছে।
এইচআরডব্লিউর ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, ‘একজন কর্তৃত্ববাদী যখন সামাজিক মাধ্যমে সহিংসতা উসকে দেয়, তখন তা মোকাবিলা করা বেশ কঠিন। যেমনটি আমরা ইতিমধ্যে কম্বোডিয়ায় অনেকবার দেখেছি।’
ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেলেনস্কি হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথে পৌঁছালে ট্রাম্প তাঁকে করমর্দন করে ও হাসি দিয়ে স্বাগত জানান।
৮ ঘণ্টা আগেএক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
৯ ঘণ্টা আগেস্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
৯ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
১০ ঘণ্টা আগে