১ হাজার ৪৫০ কিলোমিটার পাল্লার এক নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। বুধবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওই ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিন স্থগিত থাকার পর ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ আলোচনা পুনরায় শুরুর মাত্র একদিন পর এই ঘটনা ঘটল।
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। বিশ্লেষকদের ধারণা ইরানের কাছে ২ হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েল ও ইরানের আশপাশের মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে নতুন সারফেস-টু-সারফেস এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘খেইবার শেকান’। এটি আরব উপদ্বীপের হেজাজ অঞ্চলের খাইবার শেকান নামে এক মরূদ্যানের নামে করা। একসময়ে ইহুদি মালিকানাধীন এই মরূদ্যানটি ৭ম শতকে মুসলমানদের দখলে আসে।
এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি) অভ্যন্তরীণভাবে তৈরি করেছে। কঠিন জ্বালানিতে পরিচালিত এই ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু ভেদের মাত্রা প্রায় নির্ভুল এবং এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম।’
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি আইআরজিসি ঘাঁটিতে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে।’
তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য প্রতিপক্ষকে মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। তারা ক্ষেপণাস্ত্র বন্ধে পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছে।
১ হাজার ৪৫০ কিলোমিটার পাল্লার এক নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। বুধবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওই ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিন স্থগিত থাকার পর ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ আলোচনা পুনরায় শুরুর মাত্র একদিন পর এই ঘটনা ঘটল।
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। বিশ্লেষকদের ধারণা ইরানের কাছে ২ হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েল ও ইরানের আশপাশের মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে নতুন সারফেস-টু-সারফেস এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘খেইবার শেকান’। এটি আরব উপদ্বীপের হেজাজ অঞ্চলের খাইবার শেকান নামে এক মরূদ্যানের নামে করা। একসময়ে ইহুদি মালিকানাধীন এই মরূদ্যানটি ৭ম শতকে মুসলমানদের দখলে আসে।
এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি) অভ্যন্তরীণভাবে তৈরি করেছে। কঠিন জ্বালানিতে পরিচালিত এই ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু ভেদের মাত্রা প্রায় নির্ভুল এবং এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম।’
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি আইআরজিসি ঘাঁটিতে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে।’
তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য প্রতিপক্ষকে মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। তারা ক্ষেপণাস্ত্র বন্ধে পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছে।
ভারতীয় পার্লামেন্টে এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। আজ বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থাপন করেছেন সংবিধান সংশোধনী (১৩০তম সংশোধনী) বিল-২০২৫। প্রস্তাবিত এই আইনের মূল কথা—কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি দুর্নীতি বা গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে কমপক্ষে
১ ঘণ্টা আগেবার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নতুন বড় অভিযানের প্রস্তুতির উদ্দেশ্যে ইসরায়েলি সেনারা ইতিমধ্যেই গাজা সিটির জাইতুন এবং জাবালিয়া এলাকায় কাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যেই চিফ অব স্টাফ এই অভিযানের চূড়ান্ত অনুমোদন দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানটি ঠিক কবে শুরু হবে তা এখনো স্পষ্ট নয়।
৪ ঘণ্টা আগেব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার জলাবদ্ধতার কারণে, মাঝ রাস্তায় থেমে যায় একটি মনোরেল। বৃষ্টির কারণে ট্রেনটিতে অতিরিক্ত ভিড় ছিল। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, প্রায় ৬০০ যাত্রী নিয়ে থেমে গিয়েছিল সেটি।
৫ ঘণ্টা আগেপুলিশ জানিয়েছে, সূর্যাংশু নামের ওই যুবককে দুই বছর ধরে চিনতেন হামলার শিকার শিক্ষিকা। তাঁর প্রতি সূর্যাংশুর দুর্বলতা ছিল বলেও জানা গেছে। কিন্তু তাতে কখনোই সায় দেননি তিনি। গত বছর নিয়মবহির্ভূত কার্যকলাপের জন্য স্কুল থেকে ওই ছাত্রকে বের করে দেওয়া হয়। এরপর চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবারও স্কুলে
৬ ঘণ্টা আগে