বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ডই প্রথম ২০২৫ সালকে উদ্যাপন করেছে। নতুন বছরকে স্বাগত জানাতে বিগত বছরগুলোর মতো এবারও অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে রঙিন আতশবাজি শুরু হয়। এই আয়োজন উপভোগ করতে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আতশবাজির পাশাপাশি অকল্যান্ডের আদিবাসী উপজাতিদের সম্মানে আয়োজিত আলোক প্রদর্শনীও ছিল উদ্যাপনের অংশ। নিউজিল্যান্ডে মাওরি অধিকার নিয়ে প্রতিবাদের একটি বছর শেষে এই প্রদর্শনীটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
জানা গেছে, প্রতি বছরই নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষ উদ্যাপন শুরু হওয়ার অন্তত ১৮ ঘণ্টা আগেই অকল্যান্ডের উদ্যাপন শুরু হয়।
এদিকে অকল্যান্ডের পর অস্ট্রেলিয়ার সিডনি হারবারেও নববর্ষ উদ্যাপন শুরু হয়ে গেছে। এবার সিডনি হারবারে ১০ লাখেরও বেশি মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নববর্ষ উপলক্ষে সিডনি হারবারে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস একটি গানের অনুষ্ঠান পরিচালনা করবেন এবং আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।
মূলত ওশেনিয়ার পর এশিয়ার মহাদেশের দেশগুলোতেই সবার আগে নববর্ষ উদ্যাপন করা হয়। এবার জাপানে বছরের সবচেয়ে বড় ছুটি উদ্যাপনের প্রস্তুতি হিসেবে মন্দির এবং বাড়ি পরিষ্কার করা হয়েছে।
গত রোববার বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দক্ষিণ কোরিয়া জাতীয় শোক পালন করছে। এর ফলে সেখানে এবার নববর্ষ উদ্যাপন সীমিত রাখা হয়েছে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আতশবাজির পাশাপাশি ৮০০ ড্রোনের প্রদর্শনী এবং হোটেল ইন্দোনেশিয়া রাউন্ডঅ্যাবাউটে মধ্যরাতের কাউন্টডাউন আয়োজন করা হবে।
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ডই প্রথম ২০২৫ সালকে উদ্যাপন করেছে। নতুন বছরকে স্বাগত জানাতে বিগত বছরগুলোর মতো এবারও অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে রঙিন আতশবাজি শুরু হয়। এই আয়োজন উপভোগ করতে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আতশবাজির পাশাপাশি অকল্যান্ডের আদিবাসী উপজাতিদের সম্মানে আয়োজিত আলোক প্রদর্শনীও ছিল উদ্যাপনের অংশ। নিউজিল্যান্ডে মাওরি অধিকার নিয়ে প্রতিবাদের একটি বছর শেষে এই প্রদর্শনীটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
জানা গেছে, প্রতি বছরই নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষ উদ্যাপন শুরু হওয়ার অন্তত ১৮ ঘণ্টা আগেই অকল্যান্ডের উদ্যাপন শুরু হয়।
এদিকে অকল্যান্ডের পর অস্ট্রেলিয়ার সিডনি হারবারেও নববর্ষ উদ্যাপন শুরু হয়ে গেছে। এবার সিডনি হারবারে ১০ লাখেরও বেশি মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নববর্ষ উপলক্ষে সিডনি হারবারে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস একটি গানের অনুষ্ঠান পরিচালনা করবেন এবং আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।
মূলত ওশেনিয়ার পর এশিয়ার মহাদেশের দেশগুলোতেই সবার আগে নববর্ষ উদ্যাপন করা হয়। এবার জাপানে বছরের সবচেয়ে বড় ছুটি উদ্যাপনের প্রস্তুতি হিসেবে মন্দির এবং বাড়ি পরিষ্কার করা হয়েছে।
গত রোববার বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দক্ষিণ কোরিয়া জাতীয় শোক পালন করছে। এর ফলে সেখানে এবার নববর্ষ উদ্যাপন সীমিত রাখা হয়েছে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আতশবাজির পাশাপাশি ৮০০ ড্রোনের প্রদর্শনী এবং হোটেল ইন্দোনেশিয়া রাউন্ডঅ্যাবাউটে মধ্যরাতের কাউন্টডাউন আয়োজন করা হবে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
২৫ মিনিট আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৩ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে