Ajker Patrika

সু চির সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত: মিয়ানমার সেনাপ্রধান

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১২: ৫১
সু চির সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত: মিয়ানমার সেনাপ্রধান

গৃহবন্দী নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত করেছেন মিয়ানমারের সেনাপ্রধান। স্থানীয় সময় শুক্রবার তিনি বলেছেন, জান্তাচালিত আদালতে তাঁর (সু চির) বিচার শেষ হওয়ার পর চলমান সংকটের অবসান ঘটাতে জেনারেলের দুয়ার এখন আলোচনার জন্য উন্মুক্ত। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সেনাপ্রধান মিন অং হ্লাইং এক বিবৃতিতে বলেছেন, ‘আইন অনুসারে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা তার প্রতিক্রিয়ার ভিত্তিতে আলোচনায় বসার কথা ভাবছি।’ 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ৭৭ বছর বয়সী সু চিকে আটক করেছিল জান্তা সরকার। এরপর রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নানা অভিযোগে সু চিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হলে সু চিকে আরও কয়েক দশক কারাদণ্ড দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। 

মূলত একটি গোপন আদালতে বিচার চলছিল অং সান সু চির। এই আদালতের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের কিছু জানতে দেওয়া হয়নি। সু চির আইনজীবীরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সু চির বিচার কবে নাগাদ শেষ হতে পারে, সে ব্যাপারে মিয়ানমারের সেনা সরকার কোনো ইঙ্গিতও দেয়নি। 

গত মাসে সেনা সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে বলেছিলেন, গত বছর সেনাবাহিনী ক্ষমতা দখলের পর দেশজুড়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, তা নিরসনের জন্য সেনাপ্রধান হয়তো সু চির সঙ্গে আলোচনায় বসবেন। এটি অসম্ভব নয়। 

এদিকে জাতিসংঘের বিশেষ দূত নোলিন হেইজার এ সপ্তাহে প্রথমবারের মতো মিয়ানমার সফর করেছেন। তিনি সেনাপ্রধান মিন অং হ্লাইং এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন, কিন্তু সু চির সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি।

স্থানীয় একটি পর্যবেক্ষণ গোষ্ঠীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ক্ষমতা দখলের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সামরিক বাহিনী অভিযান চালিয়ে এ পর্যন্ত ২ হাজার দুই শতাধিক মানুষকে মেরে ফেলেছে এবং ১৫ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত