প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে পুতিন-রাইসির মধ্যকার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের বিষয়ে সমর্থন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ ২০১৭ সালে রাশিয়া সফরে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি। আর গত বছরের আগস্টে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই রাশিয়ায় ইব্রাহিম রাইসির প্রথম সফর। দুই দিনের সফরে বুধবার রাশিয়ায় যান তিনি।
রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করে ইব্রাহিম রাইসি বলেন, ‘ইরান ৪০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে। তবে এসব নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে উল্লেখ করে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে একযোগে সমর্থনের বিষয়ে রাশিয়া-ইরানের সফল অভিজ্ঞতাকে স্মরণ করিয়ে দেন ইব্রাহিম রাইসি।
ইব্রাহিম রাইসি বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানো ও উন্নয়নে আমাদের কোনো বাধা নেই।’
রাইসির উদ্দেশে পুতিন বলেন, ‘আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।’
সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্ট ডুমায় ইরানের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে পুতিন-রাইসির মধ্যকার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের বিষয়ে সমর্থন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ ২০১৭ সালে রাশিয়া সফরে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি। আর গত বছরের আগস্টে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই রাশিয়ায় ইব্রাহিম রাইসির প্রথম সফর। দুই দিনের সফরে বুধবার রাশিয়ায় যান তিনি।
রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করে ইব্রাহিম রাইসি বলেন, ‘ইরান ৪০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে। তবে এসব নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে উল্লেখ করে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে একযোগে সমর্থনের বিষয়ে রাশিয়া-ইরানের সফল অভিজ্ঞতাকে স্মরণ করিয়ে দেন ইব্রাহিম রাইসি।
ইব্রাহিম রাইসি বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানো ও উন্নয়নে আমাদের কোনো বাধা নেই।’
রাইসির উদ্দেশে পুতিন বলেন, ‘আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।’
সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্ট ডুমায় ইরানের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যকে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের দায়ে ওই বিজিবি সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১ ঘণ্টা আগেকলম্বিয়ায় পৃথক দুই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত মানুষ। কর্তৃপক্ষ এ হামলার জন্য বিপ্লবী সশস্ত্র গোষ্ঠী ফার্ক-এর ভিন্নমতাবলম্বী অংশ এবং কুখ্যাত মাদক কার্টেল গালফ ক্ল্যানকে দায়ী করেছে।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সংস্থার ওপর আক্রমণ আরও তীব্র করেছেন। সম্প্রতি, সিআইএ-র একজন শীর্ষ কর্মকর্তাসহ মোট ৩৭ জন কর্মরত ও সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘সংবিধানের প্রতি শপথ ভঙ্গের’ অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত চালকদের অর্ধেকেরও বেশি লাতিন আমেরিকা থেকে এসেছেন। আর সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং পূর্ব ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ইউক্রেন থেকে উল্লেখযোগ্য সংখ্যক চালক এসেছেন।
৪ ঘণ্টা আগে