Ajker Patrika

৯ দিনের মধ্যে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩: ৫৭
৯ দিনের মধ্যে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া 

৯দিনের মধ্যে তৃতীয়বারের মতো অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ শুক্রবার জাপান ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব দিকে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

এদিকে জাপানের কোস্ট গার্ডের ধারণা, এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 

জাপান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, কোথায় এই ক্ষেপণাস্ত্র পড়েছে তা নিয়ে পরীক্ষা করা হচ্ছে। 

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি মাসেই তিনবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। দ্বিতীয় পরীক্ষাটি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সামনেই চালানো হয়। এরই মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের লাগাম টানতে পাঁচ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র। 

এ নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত