Ajker Patrika

ভারতের চন্দ্রযান-৩ অভিযান পাকিস্তানে সম্প্রচার করা উচিত: পাকিস্তানের মন্ত্রী 

ভারতের চন্দ্রযান-৩ অভিযান পাকিস্তানে সম্প্রচার করা উচিত: পাকিস্তানের মন্ত্রী 

ভারতের চন্দ্রযান-৩ অভিযানকে ‘মানবজাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত’ বলে প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক মন্ত্রী। এক্স (টুইটার) প্ল্যাটফর্মে সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সরগরম আলোচনা। 

ফাওয়াদ বলেন, পাকিস্তানের মিডিয়ার এই অভিযান সম্প্রচার করা উচিত। কারণ এটি ‘মানবজাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত’। ভারতের বিজ্ঞানী ও মহাকাশ সংস্থাকে তিনি অভিনন্দন জানান।

চন্দ্রযান-৩ অবতরণের প্রতীক্ষায় রয়েছে পুরো ভারত। আজ সন্ধ্যায় চাঁদের মহাকাশযানটির বুকে নামার সম্ভাবনা রয়েছে। এই অভিযানের সফলতার কামনায় পার্টি ও প্রার্থনা সমান উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞানীরা অবতরণের আগের সময়কে ‘২০ মিনিটের আতঙ্ক’ বলে আখ্যায়িত করেছেন।

ভারতজুড়ে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এই অভিযান সম্প্রচার করা হবে। এই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণের জন্য স্কুল খোলা থাকবে ও মহাকাশ বিষয়ে আগ্রহীরা পার্টির আয়োজন করেছে।

দক্ষিণ আফ্রিকার ব্রিকস সম্মেলনে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনলাইনে এই সম্প্রচারে অংশগ্রহণ করবে।

গত রোববার রাশিয়ার মহাকাশযান লুনা–২৪ চাঁদের বুকে বিধ্বস্ত হয়। এ জন্য ভারতের অভিযান নিয়ে উৎকণ্ঠা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এরআগে ২০১৯ সালে ভারতের চন্দ্রযান-২ একই জায়গায় নিরাপদে অবতরণে ব্যর্থ হয়। এই অঞ্চলে বড় পাথর ও গভীর গর্ত রয়েছে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বলে, কোনা বাধা ছাড়াই মহাকাশযানটি নিরাপদে অবতরণ করতে পারবে। বিজ্ঞানীরা আগের চন্দ্রযান-২ অভিযান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করেছে।

গত চার বছরের মধ্যে এটি ইসরোর দ্বিতীয় প্রচেষ্টা। চন্দ্রযান-৩-এর অভিযান সফল হলে দক্ষিণ মেরুতে অবতরণে ভারতই প্রথম দেশ হবে। যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান চাঁদে অবতরণ করলেও এই অংশে নামতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত