Ajker Patrika

অর্থনীতি পুনরুদ্ধারের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী: রনিল বিক্রমাসিংহে

অর্থনীতি পুনরুদ্ধারের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী: রনিল বিক্রমাসিংহে

অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে আত্মবিশ্বাসী দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি জানিয়েছেন, তিনি দেশটির অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন। গত বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। 

আল–জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, তিনি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী যে—তিনি দেশটির অর্থনীতিকে ১৮ মাস আগের স্থিতিশীল অবস্থানে ফিরিয়ে আনতে পারবেন।

রনিল বিক্রমাসিংহে বলেছেন, ‘আমাদের জন্য ২০২৩ সাল একটি কঠিন বছর হতে যাচ্ছে। কিন্তু আমরা ২০২৪ সাল নাগাদ বিষয়গুলো ঠিক করে নিতে পারব।’ 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই ও দেশটি প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ ও নিজের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি উল্লেখ করে রনিল বিক্রমাসিংহে বলেন, ‘আমরা প্রায় দুই দিন কোনো ধরনের সরকার ছাড়াই পার করেছি। ফলে অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।’ 
 
তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম পরিস্থিতি খুবই খারাপ। তবে এটি যেহেতু আমাদের নিজের দেশ তাই সাফল্য আসবে কি আসবে না সে বিষয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই। আপনি যেটা করতে পারেন, তা হলো—সফলতা অর্জনে কাজ শুরু করে দেওয়া। এবং আমার আত্মবিশ্বাস আছে, আমি অর্থনীতি পুনরুদ্ধার করতে পারব।’ 

প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের দেশটি স্বাধীনতার পর এই প্রথম ভয়াবহ রকমের অর্থনৈতিক সংকটে রয়েছে। জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার মতোই প্রয়োজনীয় অর্থ মজুত নেই দেশটির কেন্দ্রীয় ব্যাংকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত