বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অন্যান্য বিষয়ে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলনের মূল অনুষ্ঠানের বাইরে এক বৈঠকে মিলিত হন তাঁরা।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান জি-২০ সম্মেলনে যোগ দিতে বালিতে পৌঁছেছেন উভয় দেশের নেতা। সেই সম্মেলনের মূল আলোচনার বাইরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন মোহাম্মদ বিন সালমান এবং ঋষি সুনাক।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিংস্ট্রীটের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী জ্বালানি মূল্য বৃদ্ধির আলোকে আমাদের প্রধানমন্ত্রী (ঋষি সুনাক) বলেছেন, তিনি আশা করেন যে—যুক্তরাজ্য এবং সৌদি আরব জ্বালানি বাজার স্থিতিশীল করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারে।’
ডাউনিংস্ট্রীটের মুখপাত্র আরও জানিয়েছেন, এই দুই নেতা ইরানের ‘অস্থিতিশীলতা’ তৈরি করতে পারে এমন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে, খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০ এর সম্মেলন। আজ মঙ্গলবার সকালে বালিতে সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
সম্মেলনের আগের দিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৈঠকে বাইডেন জানিয়েছেন, তিনি দেশ দুটির মধ্যে সংঘাত দেখতে চান না। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে কোনো বাড়াবাড়ি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়েছেন সি। দুই পরাশক্তির মধ্যে সম্পর্কের এমন টানাপোড়েনের সময় এই বৈঠক হয়। এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলায় দুই নেতা আলোচনা করেছেন বলে জানা গেছে।
অপরদিকে, জি-২০ সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন কি না, তাও জানা যায়নি। অন্যদিকে জি-২০ জোটের সদস্য না হলেও সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অন্যান্য বিষয়ে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলনের মূল অনুষ্ঠানের বাইরে এক বৈঠকে মিলিত হন তাঁরা।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান জি-২০ সম্মেলনে যোগ দিতে বালিতে পৌঁছেছেন উভয় দেশের নেতা। সেই সম্মেলনের মূল আলোচনার বাইরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন মোহাম্মদ বিন সালমান এবং ঋষি সুনাক।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিংস্ট্রীটের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী জ্বালানি মূল্য বৃদ্ধির আলোকে আমাদের প্রধানমন্ত্রী (ঋষি সুনাক) বলেছেন, তিনি আশা করেন যে—যুক্তরাজ্য এবং সৌদি আরব জ্বালানি বাজার স্থিতিশীল করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারে।’
ডাউনিংস্ট্রীটের মুখপাত্র আরও জানিয়েছেন, এই দুই নেতা ইরানের ‘অস্থিতিশীলতা’ তৈরি করতে পারে এমন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে, খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০ এর সম্মেলন। আজ মঙ্গলবার সকালে বালিতে সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
সম্মেলনের আগের দিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৈঠকে বাইডেন জানিয়েছেন, তিনি দেশ দুটির মধ্যে সংঘাত দেখতে চান না। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে কোনো বাড়াবাড়ি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়েছেন সি। দুই পরাশক্তির মধ্যে সম্পর্কের এমন টানাপোড়েনের সময় এই বৈঠক হয়। এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলায় দুই নেতা আলোচনা করেছেন বলে জানা গেছে।
অপরদিকে, জি-২০ সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন কি না, তাও জানা যায়নি। অন্যদিকে জি-২০ জোটের সদস্য না হলেও সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
১৭ মিনিট আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
১ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৪ ঘণ্টা আগে