অনলাইন ডেস্ক
ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিল ১৫ জন বাংলাদেশি। পরে গতকাল সোমবার তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় আটক করা হয়। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর অনুমান, এই বাংলাদেশিরা দেশটিতে চোরাচালানের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল।
মালয়েশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার পনেরো জন বাংলাদেশির একটি দল ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। পরে তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় আটক করা হয়েছে।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস জানিয়েছে, এই দলটি ক্রিকেটারদের পোশাক পরে করে এবং একটি টুর্নামেন্ট সংগঠনের চিঠি উপস্থাপন করে কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে তদন্তে জানা গেছে, কথিত পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের নামে ইস্যু করা সেই চিঠিটি ভুয়া।
একেপিএস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২১ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা নেই।’ সংস্থাটি আরও জানিয়েছে, দলটি তাদের স্পনসরকে জামিনদার হিসেবে উপস্থাপন করতে চাইলে সন্দেহ আরও তীব্র হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে উপস্থিত জামিনদার স্বীকার করেছেন, তিনি ওই ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য জানেন না এবং কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে এসেছেন।’ সংস্থাটি জানিয়েছে, আরও তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে, তাদের ক্রিকেটার হওয়ার কোনো প্রমাণ নেই এবং এটি সম্ভবত এমন একটি চক্রের অংশ যারা ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল অন্য কোনো উদ্দেশ্যে।
এরপর, দলটিকে মালয়েশিয়ায় অবতরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্দেশনা জারি করা হয়। এ ছাড়া, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার বিদ্যমান অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে একেপিএস।
মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাটি সতর্ক করে বলেছে যে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে অবৈধ কর্মসংস্থান বা মানবপাচারের মতো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিল ১৫ জন বাংলাদেশি। পরে গতকাল সোমবার তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় আটক করা হয়। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর অনুমান, এই বাংলাদেশিরা দেশটিতে চোরাচালানের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল।
মালয়েশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার পনেরো জন বাংলাদেশির একটি দল ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। পরে তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় আটক করা হয়েছে।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস জানিয়েছে, এই দলটি ক্রিকেটারদের পোশাক পরে করে এবং একটি টুর্নামেন্ট সংগঠনের চিঠি উপস্থাপন করে কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে তদন্তে জানা গেছে, কথিত পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের নামে ইস্যু করা সেই চিঠিটি ভুয়া।
একেপিএস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২১ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা নেই।’ সংস্থাটি আরও জানিয়েছে, দলটি তাদের স্পনসরকে জামিনদার হিসেবে উপস্থাপন করতে চাইলে সন্দেহ আরও তীব্র হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে উপস্থিত জামিনদার স্বীকার করেছেন, তিনি ওই ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য জানেন না এবং কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে এসেছেন।’ সংস্থাটি জানিয়েছে, আরও তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে, তাদের ক্রিকেটার হওয়ার কোনো প্রমাণ নেই এবং এটি সম্ভবত এমন একটি চক্রের অংশ যারা ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল অন্য কোনো উদ্দেশ্যে।
এরপর, দলটিকে মালয়েশিয়ায় অবতরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্দেশনা জারি করা হয়। এ ছাড়া, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার বিদ্যমান অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে একেপিএস।
মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাটি সতর্ক করে বলেছে যে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে অবৈধ কর্মসংস্থান বা মানবপাচারের মতো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১০ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগে