Ajker Patrika

ধারাবাহিক আন্দোলনে নামছে কংগ্রেস

প্রতিনিধি, কলকাতা
ধারাবাহিক আন্দোলনে নামছে কংগ্রেস

বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামবে কংগ্রেস। এই কারণে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। দ্বিগ্বিজয় সিং-এর নেতৃত্বে এই কমিটিতে প্রিয়াঙ্কা গান্ধী ভদরাও রয়েছেন। এঁরাই তৈরি করবেন দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা। 

এদিকে, ভারতের জনপ্রিয় ভোট কুশলী প্রশান্ত কিশোর (পিকে) যোগ দিতে পারেন কংগ্রেসে। তাঁকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কৌশল রচনায় বড় ভূমিকায় দেখা যেতে পারে। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি সরকারকে ফের আক্রমণ করেন। তাঁর অভিযোগ, দেশের অর্থনীতিকে বিপথে চালিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

বহুকাল ধরে কংগ্রেস আন্দোলন বিমুখ। সামাজিক গণমাধ্যমেই তাঁদের যাবতীয় বিপ্লব! এমনই কটাক্ষ ভেসে আসছে বহুদিন ধরে। এবার সেই বদনাম মুছে ফেলে আন্দোলনের পথে ফিরতে চায় শত বছরের প্রাচীন দলটি। তাই দীর্ঘমেয়াদি আন্দোলনের রোডম্যাপ তৈরি করতে কমিটি গড়লেন সনিয়া। 

কংগ্রেস সূত্র জানিয়েছে, জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত নিয়ে গোটা দেশ ক্ষুব্ধ। সেই ক্ষোভকে কাজে লাগাতেই এবার পথে নেমে আন্দোলন করবেন কংগ্রেস নেতা-কর্মীরা। সেই সঙ্গে অন্যান্য বিরোধীদের সঙ্গে জোটের রাস্তাও খুলে রাখছে তাঁরা। 

এদিকে, সদ্য তৃণমূলে যোগ দেওয়া মহিলা কংগ্রেসের সাবেক সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব ত্রিপুরার রাজধানী আগরতলায় দাবি করেন, 'গোটা দেশেই জনপ্রিয়তা কমছে মোদীর। বিজেপি বিরোধী হাওয়া বইছে সর্বত্র।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত