জাপানের স্কুলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে মেয়েদের চুল বাঁধার স্টাইল ‘পনিটেইল’ বা ঝুঁটি করা। যুক্তি হিসেবে দেখানো হয়েছে, ঝুঁটি করে বাঁধা চুল যৌন উত্তেজনা তৈরি করতে পারে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপানের একটি স্কুলের এক শিক্ষকের বরাত দিয়ে ডেইলি স্টার জানিয়েছে, শিক্ষকদের ভয় এই ধরনের চুল বাঁধার ফলে মেয়েদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা যৌন উত্তেজক।
জাপানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মটোকি সুগিয়ামা বলেছেন, ‘স্কুল কর্তৃপক্ষ তাকে বলেছে—মেয়েরা ঝুঁটি করতে পরে না কারণ এতে তাঁদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা বিপরীত লিঙ্গকে উত্তেজিত করতে পারে।’
সুগিয়ামা ১১ বছরের শিক্ষকতা জীবনে জাপনের শিজুওকা এলাকার পাঁচটি ভিন্ন স্কুলে পড়িয়েছে। তিনি জানিয়েছেন, এই পাঁচটি স্কুলের প্রত্যেকটিই মেয়েদের ঝুঁটি করা নিষিদ্ধ করেছে। সুগিয়ামা নিয়মটিকে এর আগের—মেয়েরা সাদা অন্তর্বাস পরতে পারবে না যাতে তা তাঁদের ইউনিফর্মের ওপর দিয়ে দেখা না যায়—একটি উদ্ভট নিয়মের সঙ্গে তুলনা করেছেন।
সুগিয়ামা বলেন, ‘আমি সর্বদা এ ধরনের নিয়মের সমালোচনা করেছি কিন্তু এই বিষয়ে কঠোর সমালোচনা অভাব থাকায় এটি এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে—শিক্ষার্থীদের সেগুলো গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই।’
যদিও এমন কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই যা থেকে জানা যাবে জাপানে ঠিক কতটি স্কুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া, জাপানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের চুল রং করা নিষিদ্ধ। তারা তাঁদের চুল সোজা এবং কালো রাখতে বাধ্য।
জাপানের স্কুলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে মেয়েদের চুল বাঁধার স্টাইল ‘পনিটেইল’ বা ঝুঁটি করা। যুক্তি হিসেবে দেখানো হয়েছে, ঝুঁটি করে বাঁধা চুল যৌন উত্তেজনা তৈরি করতে পারে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপানের একটি স্কুলের এক শিক্ষকের বরাত দিয়ে ডেইলি স্টার জানিয়েছে, শিক্ষকদের ভয় এই ধরনের চুল বাঁধার ফলে মেয়েদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা যৌন উত্তেজক।
জাপানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মটোকি সুগিয়ামা বলেছেন, ‘স্কুল কর্তৃপক্ষ তাকে বলেছে—মেয়েরা ঝুঁটি করতে পরে না কারণ এতে তাঁদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা বিপরীত লিঙ্গকে উত্তেজিত করতে পারে।’
সুগিয়ামা ১১ বছরের শিক্ষকতা জীবনে জাপনের শিজুওকা এলাকার পাঁচটি ভিন্ন স্কুলে পড়িয়েছে। তিনি জানিয়েছেন, এই পাঁচটি স্কুলের প্রত্যেকটিই মেয়েদের ঝুঁটি করা নিষিদ্ধ করেছে। সুগিয়ামা নিয়মটিকে এর আগের—মেয়েরা সাদা অন্তর্বাস পরতে পারবে না যাতে তা তাঁদের ইউনিফর্মের ওপর দিয়ে দেখা না যায়—একটি উদ্ভট নিয়মের সঙ্গে তুলনা করেছেন।
সুগিয়ামা বলেন, ‘আমি সর্বদা এ ধরনের নিয়মের সমালোচনা করেছি কিন্তু এই বিষয়ে কঠোর সমালোচনা অভাব থাকায় এটি এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে—শিক্ষার্থীদের সেগুলো গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই।’
যদিও এমন কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই যা থেকে জানা যাবে জাপানে ঠিক কতটি স্কুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া, জাপানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের চুল রং করা নিষিদ্ধ। তারা তাঁদের চুল সোজা এবং কালো রাখতে বাধ্য।
টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় কংগ্রেসের আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে তীব্র বিতর্কে নতুন করে মাথাচাড়া দিয়েছে। আমেরিকান গণতন্ত্রকে হুমকির মুখে দেখছেন অধিকাংশ মার্কিনিরা। রয়টার্স/ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি আমেরিকান মনে করছেন, দলীয় স্বার্থে জেরিম্যান্ডারিং বা আসন সীমানায়...
৪ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রতি নতুন শর্ত দিয়েছেন। তিনজন ক্রেমলিন-ঘনিষ্ঠ সূত্রের বরাতে বৃহস্পতিবার রাতে (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন চাইছেন পূর্বাঞ্চলের দোনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দিক ইউক্রেন।
৮ মিনিট আগে‘সানেক্স’ শাওয়ার জেলের একটি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস অথোরিটি’ (এএসএ)। সংস্থাটির মতে—বিজ্ঞাপনটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, তা থেকে মনে হতে পারে শ্বেতাঙ্গ ত্বক কৃষ্ণাঙ্গ ত্বকের তুলনায় শ্রেষ্ঠ।
৩০ মিনিট আগেআসামের বিজেপি সরকারের যুক্তি হলো, জনসংখ্যার তুলনায় আধারের কভারেজ ইতিমধ্যেই ১০৩ শতাংশে পৌঁছে গেছে। অর্থাৎ, যত মানুষ থাকার কথা, তার চেয়েও বেশি আধার কার্ড বিদ্যমান। মুখ্যমন্ত্রীর দাবি, এর কারণ হলো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিভিন্ন উপায়ে আধার সংগ্রহ করেছে। সেই পথ বন্ধ করতেই এই কড়াকড়ি।
২ ঘণ্টা আগে