Ajker Patrika

আফগানিস্তানে মার্কিন মিশনের শেষ দিন আজ

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১০: ১৬
আফগানিস্তানে মার্কিন মিশনের  শেষ দিন আজ

বেসামরিক মানুষ সরিয়ে নেওয়ার কাজে আগেই ইতি টানা হয়েছে। এরপরই শুরু হয়েছে কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সেনা ও কিছু কূটনীতিকের দেশে ফেরার পালা। সময়সীমা মেনে আজকের মধ্যেই আফগানিস্তান ছেড়ে যাবে সব মার্কিন সেনা। এর মধ্য দিয়েই শেষ হচ্ছে আফগানিস্তানে তাদের দুই দশকের মিশন।

মিশন শেষের আগে গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ অন্তত ১ লাখ ১৪ হাজার ৪০০ সাধারণ মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে। নিজেদের নাগরিক ছাড়াও এই দলে ছিলেন অসংখ্য আফগান, যারা তাদের সহযোগী হয়ে কাজ করেছেন।

আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে গতকাল সোমবার সকালে বিমানবন্দরের ভেতর রকেট হামলার মুখে পড়তে হয়েছে মার্কিন সেনাদের। তবে তাদের সঙ্গে থাকা অ্যান্টি মিসাইল ব্যবস্থা এই রকেটগুলোকে আকাশেই ধ্বংস করে দেয়।

এই রকেট হামলার দায় স্বীকার করেছে আইএস-কে। বলেছে, যুক্তরাষ্ট্র ছাড়া তারা তালেবানেরও শত্রু। এর আগে গত ২৬ আগস্ট আইএস-কের আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ প্রায় দুই শ মানুষের মৃত্যু হয়। নিহতদের প্রায় সবাই আফগান। জবাবে আফগানিস্তানের নানগারহর প্রদেশে এক ড্রোন হামলায় বিস্ফোরণের পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তে বিমানবন্দরে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই ধারাবাহিকতায় গত রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি এলাকায় সন্দেহভাজন আইএস-কে জঙ্গিদের উদ্দেশ্য করে আরও ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। রয়টার্স জানায়, ওই হামলায় ছয় শিশুসহ একই পরিবারের অন্তত ১০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটির এক সদস্য জানান, যেখানে ড্রোন হামলা চালানো হয় সেটি একটি বাড়ি। বাড়ির সবাই নিরীহ সাধারণ মানুষ। আর নিহত শিশুদের বয়স দুই থেকে ১২ বছরের মধ্যে।

ড্রোন হামলায় সাধারণ মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষও। তারা বলছে, বাড়িটির কাছে থাকা যে গাড়িটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় সেটিতে সম্ভবত বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল। আর সেগুলোর বিস্ফোরণ ঘটেই সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে মার্কিন বাহিনীও তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত