Ajker Patrika

যুদ্ধে ভারত-পাকিস্তান, উভয়সংকটে চীন

অনলাইন ডেস্ক
দুই প্রতিবেশীকে নিয়ে উদ্বেগে চীন। ছবি: সংগৃহীত
দুই প্রতিবেশীকে নিয়ে উদ্বেগে চীন। ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে উদ্বেগে চীন। দুঃখ প্রকাশ করে দুই প্রতিবেশী দেশকে শান্তি ও সংযমের পথ বেছে নিতে আহ্বান জানিয়েছে দেশটি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী, যাদের আলাদা করা সম্ভব নয় এবং উভয়ই আমাদের প্রতিবেশী।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে বৃহত্তর শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার আহ্বান জানাই যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

কয়েক সপ্তাহ ধরে, বেইজিং দীর্ঘদিনের ‘অটুট বন্ধু’ ইসলামাবাদ এবং ‘আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী’ নয়াদিল্লির মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত-পাকিস্তান সংঘাত শুরুর সঙ্গে সঙ্গে চীনের কূটনৈতিক সংকটও বেড়েছে। দুই প্রতিবেশী এবং বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছিল দেশটি।

সুইডিশ থিংক ট্যাংক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, পাকিস্তান চীনের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান সমর্থক। গত পাঁচ বছরে পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১ শতাংশই চীনের।

গত ২৭ এপ্রিল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশ দুটির মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর চীন নিবিড় নজর রাখছে।

ওয়াং আরও বলেন, ‘পাকিস্তানের অটুট বন্ধু এবং সর্বদা কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে, চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণরূপে বুঝতে পারে এবং পাকিস্তানকে তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় সমর্থন করে।’

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের চাপ মোকাবিলা করতে একটি বিস্তৃত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছিল দেশটি। এর মধ্যে এই সংঘাতে উদ্বেগ বেড়েছে চীনের।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালায় ভারত। ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চালানো হয় হামলা। এ হামলায় এখন পর্যন্ত ২৬ পাকিস্তানি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আইএসপিআর, আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত হয়েছে ১০ জন। দুপক্ষেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত