প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে সংবিধান সংশোধনের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। স্থানীয় সময় গত সোমবার শ্রীলঙ্কার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন দেয়। তবে এই প্রস্তাবটি কেবল দেশটির পার্লামেন্টে পাস হলেই আইনে পরিণত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের প্রতিবাদে জনসাধারণ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছে। এমতাবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হচ্ছে বলেই ধারণা।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা দিনুক কলম্বাজ আল–জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গত সোমবার শ্রীলঙ্কার মন্ত্রিসভা প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করতে সংবিধান সংশোধনের বিষয়টি অনুমোদন দিয়েছে। এরই মধ্যে দেশটির সংবিধানের ২১ তম সংশোধনীর একটি খসড়া প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে বেশ কিছু ক্ষমতা দেশটির পার্লামেন্টের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী হারিন ফার্দিনান্দ বলেছেন, ‘আজ (সোমবার) সংবিধানের ২১ তম সংশোধনীর প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছিল এবং তা পাসও হয়েছে।’ তবে মন্ত্রিসভায় পাস হলেও দেশটির পার্লামেন্টের সদস্যদের দুই তৃতীয়াংশের সম্মতির প্রয়োজন।
এর আগে, ২০২০ সালের অক্টোবরে বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর ভাই দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সহায়তায় সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করেন। সেই সংশোধনীর পর থেকে প্রেসিডেন্টকে দেশটির মন্ত্রীদের নিয়োগ এবং তাদের পদচ্যুত করার ক্ষমতা দিয়েছিল। এ ছাড়া, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ, মানবাধিকারসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিল।
১৯৭৮ সাল থেকে দেশটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা দিয়ে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ২০১৫ সালে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা বেশ খানিকটা হ্রাস করা হয়।
প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে সংবিধান সংশোধনের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। স্থানীয় সময় গত সোমবার শ্রীলঙ্কার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন দেয়। তবে এই প্রস্তাবটি কেবল দেশটির পার্লামেন্টে পাস হলেই আইনে পরিণত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের প্রতিবাদে জনসাধারণ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছে। এমতাবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হচ্ছে বলেই ধারণা।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা দিনুক কলম্বাজ আল–জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গত সোমবার শ্রীলঙ্কার মন্ত্রিসভা প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করতে সংবিধান সংশোধনের বিষয়টি অনুমোদন দিয়েছে। এরই মধ্যে দেশটির সংবিধানের ২১ তম সংশোধনীর একটি খসড়া প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে বেশ কিছু ক্ষমতা দেশটির পার্লামেন্টের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী হারিন ফার্দিনান্দ বলেছেন, ‘আজ (সোমবার) সংবিধানের ২১ তম সংশোধনীর প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছিল এবং তা পাসও হয়েছে।’ তবে মন্ত্রিসভায় পাস হলেও দেশটির পার্লামেন্টের সদস্যদের দুই তৃতীয়াংশের সম্মতির প্রয়োজন।
এর আগে, ২০২০ সালের অক্টোবরে বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর ভাই দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সহায়তায় সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করেন। সেই সংশোধনীর পর থেকে প্রেসিডেন্টকে দেশটির মন্ত্রীদের নিয়োগ এবং তাদের পদচ্যুত করার ক্ষমতা দিয়েছিল। এ ছাড়া, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ, মানবাধিকারসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিল।
১৯৭৮ সাল থেকে দেশটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা দিয়ে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ২০১৫ সালে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা বেশ খানিকটা হ্রাস করা হয়।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সেনা
৮ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
১০ ঘণ্টা আগেভারত-পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের ঠিক কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে—এ প্রশ্নের জবাবে ভারতীয় বিমানবাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
১০ ঘণ্টা আগেসমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
১৩ ঘণ্টা আগে