ঢাকা: গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াল। এই সংঘাতে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববারও ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলেরও ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল।
এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখা হবে, যাতে হামাসের ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো যায়।
ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাজা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে অস্ত্রবিরতির ডাক এলেও কোনো পক্ষই এখনও সংঘাত থামানোর ইঙ্গিত দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল-হামাসের মধ্যে সংঘাত থামাতে তাঁর প্রশাসন সব দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার হোয়াইট হাউসের নৈশভোজে একটি ভিডিও বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সমান নিরাপত্তা উপভোগ করার অধিকার রয়েছে। পাশাপাশি তাঁদের সমান স্বাধীনতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র উপভোগ করার অধিকারও রয়েছে ।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্যদের কাছে তারা জানিয়েছে, সব পক্ষ যদি অস্ত্রবিরতি চায়, তবে তাঁরা সমর্থন দিতে প্রস্তুত।
ফিলিস্তিনিদের অধিকার ‘নগ্নভাবে লঙ্ঘন’ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ঢাকা: গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াল। এই সংঘাতে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববারও ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলেরও ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল।
এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখা হবে, যাতে হামাসের ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো যায়।
ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাজা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে অস্ত্রবিরতির ডাক এলেও কোনো পক্ষই এখনও সংঘাত থামানোর ইঙ্গিত দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল-হামাসের মধ্যে সংঘাত থামাতে তাঁর প্রশাসন সব দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার হোয়াইট হাউসের নৈশভোজে একটি ভিডিও বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সমান নিরাপত্তা উপভোগ করার অধিকার রয়েছে। পাশাপাশি তাঁদের সমান স্বাধীনতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র উপভোগ করার অধিকারও রয়েছে ।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্যদের কাছে তারা জানিয়েছে, সব পক্ষ যদি অস্ত্রবিরতি চায়, তবে তাঁরা সমর্থন দিতে প্রস্তুত।
ফিলিস্তিনিদের অধিকার ‘নগ্নভাবে লঙ্ঘন’ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৪৪ মিনিট আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
১ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে