ঢাকা: গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াল। এই সংঘাতে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববারও ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলেরও ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল।
এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখা হবে, যাতে হামাসের ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো যায়।
ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাজা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে অস্ত্রবিরতির ডাক এলেও কোনো পক্ষই এখনও সংঘাত থামানোর ইঙ্গিত দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল-হামাসের মধ্যে সংঘাত থামাতে তাঁর প্রশাসন সব দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার হোয়াইট হাউসের নৈশভোজে একটি ভিডিও বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সমান নিরাপত্তা উপভোগ করার অধিকার রয়েছে। পাশাপাশি তাঁদের সমান স্বাধীনতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র উপভোগ করার অধিকারও রয়েছে ।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্যদের কাছে তারা জানিয়েছে, সব পক্ষ যদি অস্ত্রবিরতি চায়, তবে তাঁরা সমর্থন দিতে প্রস্তুত।
ফিলিস্তিনিদের অধিকার ‘নগ্নভাবে লঙ্ঘন’ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ঢাকা: গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াল। এই সংঘাতে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববারও ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলেরও ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল।
এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখা হবে, যাতে হামাসের ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো যায়।
ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাজা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে অস্ত্রবিরতির ডাক এলেও কোনো পক্ষই এখনও সংঘাত থামানোর ইঙ্গিত দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল-হামাসের মধ্যে সংঘাত থামাতে তাঁর প্রশাসন সব দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার হোয়াইট হাউসের নৈশভোজে একটি ভিডিও বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সমান নিরাপত্তা উপভোগ করার অধিকার রয়েছে। পাশাপাশি তাঁদের সমান স্বাধীনতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র উপভোগ করার অধিকারও রয়েছে ।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্যদের কাছে তারা জানিয়েছে, সব পক্ষ যদি অস্ত্রবিরতি চায়, তবে তাঁরা সমর্থন দিতে প্রস্তুত।
ফিলিস্তিনিদের অধিকার ‘নগ্নভাবে লঙ্ঘন’ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর জবাবে ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ ঘোষণা করেছে পাকিস্তান। একের পর এক হামলা-পাল্টা হামলায় সীমান্তে বাড়ছে উত্তেজনা। এ অবস্থায় উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল আগামী বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর (ডিজিসিএ)।
২ ঘণ্টা আগেযুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় সেনাপ্রধানের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। গতকাল ৬ মে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টেরিটোরিয়াল আর্মি বিধিমালা, ১৯৪৮-এর ৩৩ নম্বর ধারা অনুযায়ী সেনাপ্রধানকে টেরিটোরিয়াল আর্মির প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে প্রয়োজন অনুযায়ী নির্দেশ দেওয়ার ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় সরকার...
৪ ঘণ্টা আগেআইএমএফ জানায়, সম্প্রসারিত তহবিল সুবিধা (ইএফএফ) ব্যবস্থার অধীনে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রাথমিক পর্যালোচনা শেষ করে তাদের নির্বাহী বোর্ড ১ বিলিয়ন ডলার তৎক্ষণাৎ পাকিস্তানকে দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে। এই ব্যবস্থার অধীনে অর্থসংকটে থাকা পাকিস্তানের জন্য মোট অর্থছাড়ের পরিমাণ প্রায়...
৫ ঘণ্টা আগেভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর থেকে, ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন, কূটনীতি এবং তথ্য ব্যবহার করে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা দ্রুত একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে ধাবিত হওয়ায়...
৭ ঘণ্টা আগে