Ajker Patrika

তালেবানের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৩ 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১: ৩৫
তালেবানের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৩ 

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেছেন, একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার প্রযুক্তিগত ত্রুটির কারণে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে বিধ্বস্ত হয়েছে। এটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল। 

গত বছরের মধ্য আগস্টে মার্কিন সেনাদের কাছ থেকে ক্ষমতা দখল করার সময় কয়েকটি মার্কিন উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিয়েছিল তালেবান যোদ্ধারা। সেই সব উড়োহাজাজ পরে প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে শুরু করে তালেবান সরকার।

রয়টার্স জানিয়েছে, কতগুলো মার্কিন উড়োজাহাজ প্রশিক্ষণের কাজে বা অন্য কাজে ব্যবহার করছে তালেবান, তা জানা যায়নি। মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে কিছু সামরিক সরঞ্জাম নষ্ট করে গিয়েছিল। সে সময় অনেক আফগান পাইলট তাজিকিস্তান ও উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার দেশগুলোতে পালিয়ে গেছেন।

দখলদার মার্কিন বাহিনীর সঙ্গে প্রায় ২০ বছর ধরে যুদ্ধ করেছিল তালেবান যোদ্ধারা। সে সময় আফগান বিমানবাহিনীর পাইলটরা মার্কিন সেনাদের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফলে তালেবান যোদ্ধারা যখন আফগানিস্তানের দখল নেন, তখন আফগান পাইলটরা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত বছর প্রায় ১৪০ জন আফগান পাইলট দেশ ছেড়ে তাজিকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আশ্রয় নিয়েছেন। তাঁদের চূড়ান্ত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত