Ajker Patrika

লেবাননে গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২০

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১২: ০৯
লেবাননে গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২০

লেবাননে গ্যাসবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয় রেডক্রসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও কয়েকজন নিখোঁজ থাকার কথাও বলা হয়েছে খবরে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

রয়টার্স জানায়, লেবাননের উত্তরাঞ্চলীয় আক্কার অঞ্চলে গ্যাসবাহী ট্যাংকারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আকাশে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ট্যাংকারটি পুড়ে যায়।

বিস্ফোরণের পরপরই রেডক্রসের উদ্ধারকারী ২২টি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০টি মরদেহ উদ্ধার করে। আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত