আজকের পত্রিকা ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের উৎকোচ গ্রহণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে কথা বলেন তিনি।
গণপূর্ত বিভাগের এক শ্রেণির কর্মকর্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের তো কোনো দায়িত্ব নেই। কাজ শুধু টাকা খাওয়া। টাকা খাবেন তাঁরা, আমি কেন বদনাম নেব?’
মমতা বলেন, ‘আমি ওইসব টাকা নিই না। নিতে চাই না। কতবার করে জেলা প্রশাসকদের বলেছি, ভূমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা বন্ধ করতে পারেনি।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, এদিনের বৈঠকে ভূমি রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই কর্মকর্তাদের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। তিনি বলেন, ‘ওদের ছুটি দিয়ে দিন। কারণ, ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো বেতন দিচ্ছে। তারপরও চাই, চাই আর চাই।’
এ প্রসঙ্গে বাম আমলের কর্মচারী সংগঠনের প্রসঙ্গ টানেন মমতা। তিনি বলেন, কো-অর্ডিশন কমিটির ঘুঘুর বাসা এখনো ভাঙা যায়নি। তাদের কথায় কিছু আমলা চলছেন।
এদিনের বৈঠকে একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেটি হলো, গত লোকসভা নির্বাচনে জনগণ তাঁর দলের প্রতি যে আস্থা রেখেছেন, সে আস্থায় যেন চিড় না ধরে। এটি নিশ্চিত করতে যদি কিছু কর্মকর্তা ও দলের কাউকে শাস্তি দিতে হয়, সে ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন না তিনি।
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের উৎকোচ গ্রহণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে কথা বলেন তিনি।
গণপূর্ত বিভাগের এক শ্রেণির কর্মকর্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের তো কোনো দায়িত্ব নেই। কাজ শুধু টাকা খাওয়া। টাকা খাবেন তাঁরা, আমি কেন বদনাম নেব?’
মমতা বলেন, ‘আমি ওইসব টাকা নিই না। নিতে চাই না। কতবার করে জেলা প্রশাসকদের বলেছি, ভূমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা বন্ধ করতে পারেনি।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, এদিনের বৈঠকে ভূমি রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই কর্মকর্তাদের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। তিনি বলেন, ‘ওদের ছুটি দিয়ে দিন। কারণ, ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো বেতন দিচ্ছে। তারপরও চাই, চাই আর চাই।’
এ প্রসঙ্গে বাম আমলের কর্মচারী সংগঠনের প্রসঙ্গ টানেন মমতা। তিনি বলেন, কো-অর্ডিশন কমিটির ঘুঘুর বাসা এখনো ভাঙা যায়নি। তাদের কথায় কিছু আমলা চলছেন।
এদিনের বৈঠকে একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেটি হলো, গত লোকসভা নির্বাচনে জনগণ তাঁর দলের প্রতি যে আস্থা রেখেছেন, সে আস্থায় যেন চিড় না ধরে। এটি নিশ্চিত করতে যদি কিছু কর্মকর্তা ও দলের কাউকে শাস্তি দিতে হয়, সে ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন না তিনি।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে