আজকের পত্রিকা ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের উৎকোচ গ্রহণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে কথা বলেন তিনি।
গণপূর্ত বিভাগের এক শ্রেণির কর্মকর্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের তো কোনো দায়িত্ব নেই। কাজ শুধু টাকা খাওয়া। টাকা খাবেন তাঁরা, আমি কেন বদনাম নেব?’
মমতা বলেন, ‘আমি ওইসব টাকা নিই না। নিতে চাই না। কতবার করে জেলা প্রশাসকদের বলেছি, ভূমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা বন্ধ করতে পারেনি।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, এদিনের বৈঠকে ভূমি রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই কর্মকর্তাদের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। তিনি বলেন, ‘ওদের ছুটি দিয়ে দিন। কারণ, ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো বেতন দিচ্ছে। তারপরও চাই, চাই আর চাই।’
এ প্রসঙ্গে বাম আমলের কর্মচারী সংগঠনের প্রসঙ্গ টানেন মমতা। তিনি বলেন, কো-অর্ডিশন কমিটির ঘুঘুর বাসা এখনো ভাঙা যায়নি। তাদের কথায় কিছু আমলা চলছেন।
এদিনের বৈঠকে একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেটি হলো, গত লোকসভা নির্বাচনে জনগণ তাঁর দলের প্রতি যে আস্থা রেখেছেন, সে আস্থায় যেন চিড় না ধরে। এটি নিশ্চিত করতে যদি কিছু কর্মকর্তা ও দলের কাউকে শাস্তি দিতে হয়, সে ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন না তিনি।
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের উৎকোচ গ্রহণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে কথা বলেন তিনি।
গণপূর্ত বিভাগের এক শ্রেণির কর্মকর্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের তো কোনো দায়িত্ব নেই। কাজ শুধু টাকা খাওয়া। টাকা খাবেন তাঁরা, আমি কেন বদনাম নেব?’
মমতা বলেন, ‘আমি ওইসব টাকা নিই না। নিতে চাই না। কতবার করে জেলা প্রশাসকদের বলেছি, ভূমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা বন্ধ করতে পারেনি।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, এদিনের বৈঠকে ভূমি রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই কর্মকর্তাদের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। তিনি বলেন, ‘ওদের ছুটি দিয়ে দিন। কারণ, ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো বেতন দিচ্ছে। তারপরও চাই, চাই আর চাই।’
এ প্রসঙ্গে বাম আমলের কর্মচারী সংগঠনের প্রসঙ্গ টানেন মমতা। তিনি বলেন, কো-অর্ডিশন কমিটির ঘুঘুর বাসা এখনো ভাঙা যায়নি। তাদের কথায় কিছু আমলা চলছেন।
এদিনের বৈঠকে একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেটি হলো, গত লোকসভা নির্বাচনে জনগণ তাঁর দলের প্রতি যে আস্থা রেখেছেন, সে আস্থায় যেন চিড় না ধরে। এটি নিশ্চিত করতে যদি কিছু কর্মকর্তা ও দলের কাউকে শাস্তি দিতে হয়, সে ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন না তিনি।
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে