Ajker Patrika

টিকা নেওয়া দর্শনার্থীদের জন্য ১ নভেম্বর থেকে খুলছে থাইল্যান্ড 

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৮: ৪০
টিকা নেওয়া দর্শনার্থীদের জন্য ১ নভেম্বর থেকে খুলছে থাইল্যান্ড 

কমপক্ষে ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশ থেকে টিকা নিয়ে আসা ভ্রমণকারীদের জন্য কোয়ারিন্টিন ছাড়াই ১ নভেম্বর থেকে খুলে দেওয়ার পরিকল্পনা করছে থাইল্যান্ড। বিষয়টি জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

দেশটির প্রধানমন্ত্রী প্রাইউথ চান-ওচা বলেন, এই সিদ্ধান্তটা কিছুটা ঝুঁকিপূর্ণ কিন্তু দেশের প্রতিটা পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  

কম ঝুঁকি হিসেবে দেখা ১০টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, চীন, জার্মানি এবং যুক্তরাষ্ট্র।

প্রধানমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে বিনোদন কেন্দ্র খোলা ও অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হবে। সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশের দর্শনার্থীরা যখন  আসবে তাদের একটি পরীক্ষার রিপোর্ট দেখানো উচিত এবং আসার পর আবার পরীক্ষা করা উচিত। যদি দ্বিতীয় পরীক্ষা নেগেটিভ হয় তাহলে থাইদের মতই তিনি অবাধে ভ্রমণ করতে পারবেন। 
ভাষণে প্রাইউথ বলেন, কিন্তু প্রাদুর্ভাব বেড়ে গেলে সরকার যে কোন সিদ্ধান্ত নিতে পারে।

করোনার কারণে থাইল্যান্ড তার পর্যটন থেকে ৫০ বিলিয়ন ডলার হারিয়েছে। চলতি বছর প্রথম আট মাসে মাত্র ৭০ হাজার দর্শনার্থী এসেছে যা ২০১৯ সালে ছিল ৪০ মিলিয়ন।  

আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির মতে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন। অন্যদিকে মৃত্যু হয়েছে ১৮ হাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত