মিয়ানমারের সামরিক শাসক তথা জান্তা বাহিনীর সরকার দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ জন বন্দীকে মুক্তি দিচ্ছে। এই বন্দীদের মধ্যে ১৮০ জন বিদেশি। সাধারণ ক্ষমার আওতায় তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ আজ শনিবার জানিয়েছে, মানবিক ও সহানুভূতিশীল কারণে এই মুক্তির আদেশ দেওয়া হয়েছে। ৫ হাজার ৮৬৪ জনকে মুক্তি দেওয়ার পাশাপাশি ১৪৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে ১৫ বছর করা হবে। বন্দীদের কী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং মুক্তি পাওয়া বিদেশিদের জাতীয়তা কী সে বিষয়ে কোনো বিবরণ দেওয়া হয়নি। তবে জানানো হয়েছে, মুক্তি পাওয়ার পর তাঁদের মিয়ানমার থেকে বহিষ্কার করা হবে।
মুক্তি পাওয়া বিদেশিদের মধ্যে চারজন থাইল্যান্ডের জেলে আছেন বলে মনে করা হচ্ছে। গত নভেম্বরের শেষের দিকে মিয়ানমারের নৌবাহিনী এই চার জেলেকে আটক করেছিল। মিয়ানমারের নৌবাহিনীর টহল নৌযান আন্দামান সাগরের সামুদ্রিক সীমানার কাছাকাছি থাই মাছ ধরার জাহাজে গুলি চালানোর পর তাঁদের আটক করা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আশা করেন যে স্বাধীনতা দিবসের দিন চারজনকে মুক্তি দেওয়া হবে।
মিয়ানমার নিয়মিতভাবে ছুটির দিন বা বৌদ্ধ উৎসব উপলক্ষে হাজার হাজার বন্দীকে সাধারণ ক্ষমা দেয়। গত বছর সামরিক সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে ৯ হাজারের বেশি বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিল। ২০২১ সালের অক্টোবরেও একই ধরনের মুক্তি দেওয়া হয়েছিল।
যাঁরা এখনো বন্দী আছেন, তাঁদের মধ্যে মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী নোবেলজয়ী অং সান সু চি অন্যতম। ৭৯ বছর বয়সী সু চি সামরিক বাহিনীর আনা ১৪টি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। অভিযোগগুলোর মধ্যে উসকানি, নির্বাচনী জালিয়াতি এবং দুর্নীতি অন্যতম। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
এ বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত হয় এবং এতে সরকার ও সামরিক বাহিনীর ৫০০ জন প্রতিনিধি অংশ নেন। মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের দেওয়া একটি ভাষণ অনুষ্ঠানে উপস্থাপন করেন উপপ্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর জেনারেল সো উইন। ভাষণে মিন অং হ্লাইং সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করা জাতিগত সংখ্যালঘু সশস্ত্র দলগুলোকে অস্ত্র ত্যাগ করতে এবং ‘শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমস্যা সমাধানের’ আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী একটি নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে এবং গণতন্ত্রপন্থী বিক্ষোভকে সহিংসভাবে দমন করে। এর ফলে দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ দেখা দেয়। বিদ্রোহীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে।
দুই সপ্তাহ আগে রাখাইনকেন্দ্রিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দেশের পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘাঁটি দখল করে। এটি গত পাঁচ মাসে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের দ্বিতীয় বড় সাফল্য। সম্প্রতি তারা মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ২৭১ কিলোমিটার সীমান্তের নিয়ন্ত্রণও গ্রহণ করেছে। পাশাপাশি রাখাইনের গুরুত্বপূর্ণ মংডু শহরও দখল করে।
মিয়ানমারের সামরিক শাসক তথা জান্তা বাহিনীর সরকার দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ জন বন্দীকে মুক্তি দিচ্ছে। এই বন্দীদের মধ্যে ১৮০ জন বিদেশি। সাধারণ ক্ষমার আওতায় তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ আজ শনিবার জানিয়েছে, মানবিক ও সহানুভূতিশীল কারণে এই মুক্তির আদেশ দেওয়া হয়েছে। ৫ হাজার ৮৬৪ জনকে মুক্তি দেওয়ার পাশাপাশি ১৪৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে ১৫ বছর করা হবে। বন্দীদের কী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং মুক্তি পাওয়া বিদেশিদের জাতীয়তা কী সে বিষয়ে কোনো বিবরণ দেওয়া হয়নি। তবে জানানো হয়েছে, মুক্তি পাওয়ার পর তাঁদের মিয়ানমার থেকে বহিষ্কার করা হবে।
মুক্তি পাওয়া বিদেশিদের মধ্যে চারজন থাইল্যান্ডের জেলে আছেন বলে মনে করা হচ্ছে। গত নভেম্বরের শেষের দিকে মিয়ানমারের নৌবাহিনী এই চার জেলেকে আটক করেছিল। মিয়ানমারের নৌবাহিনীর টহল নৌযান আন্দামান সাগরের সামুদ্রিক সীমানার কাছাকাছি থাই মাছ ধরার জাহাজে গুলি চালানোর পর তাঁদের আটক করা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আশা করেন যে স্বাধীনতা দিবসের দিন চারজনকে মুক্তি দেওয়া হবে।
মিয়ানমার নিয়মিতভাবে ছুটির দিন বা বৌদ্ধ উৎসব উপলক্ষে হাজার হাজার বন্দীকে সাধারণ ক্ষমা দেয়। গত বছর সামরিক সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে ৯ হাজারের বেশি বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিল। ২০২১ সালের অক্টোবরেও একই ধরনের মুক্তি দেওয়া হয়েছিল।
যাঁরা এখনো বন্দী আছেন, তাঁদের মধ্যে মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী নোবেলজয়ী অং সান সু চি অন্যতম। ৭৯ বছর বয়সী সু চি সামরিক বাহিনীর আনা ১৪টি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। অভিযোগগুলোর মধ্যে উসকানি, নির্বাচনী জালিয়াতি এবং দুর্নীতি অন্যতম। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
এ বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত হয় এবং এতে সরকার ও সামরিক বাহিনীর ৫০০ জন প্রতিনিধি অংশ নেন। মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের দেওয়া একটি ভাষণ অনুষ্ঠানে উপস্থাপন করেন উপপ্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর জেনারেল সো উইন। ভাষণে মিন অং হ্লাইং সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করা জাতিগত সংখ্যালঘু সশস্ত্র দলগুলোকে অস্ত্র ত্যাগ করতে এবং ‘শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমস্যা সমাধানের’ আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী একটি নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে এবং গণতন্ত্রপন্থী বিক্ষোভকে সহিংসভাবে দমন করে। এর ফলে দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ দেখা দেয়। বিদ্রোহীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে।
দুই সপ্তাহ আগে রাখাইনকেন্দ্রিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দেশের পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘাঁটি দখল করে। এটি গত পাঁচ মাসে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের দ্বিতীয় বড় সাফল্য। সম্প্রতি তারা মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ২৭১ কিলোমিটার সীমান্তের নিয়ন্ত্রণও গ্রহণ করেছে। পাশাপাশি রাখাইনের গুরুত্বপূর্ণ মংডু শহরও দখল করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
১০ ঘণ্টা আগে২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
১০ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
১২ ঘণ্টা আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
১২ ঘণ্টা আগে