ফেসবুকে ‘সরকার-বিরোধী’ পোস্ট দেওয়ার অভিযোগে ভিয়েতনামের শীর্ষস্থানীয় এক সাংবাদিক ও বইয়ের লেখককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দেশটির রাজধানী হ্যানয়ের একটি আদালতে কয়েক ঘণ্টাব্যাপী বিচার কার্যক্রমের পর ‘গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন’ করার অভিযোগে হুই ডুককে দোষী সাব্যস্ত করা হয়।
সাজাপ্রাপ্ত ৬৩ বছর বয়সী হুই ডুক ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় ব্লগার। ডুয়ং ভ্যান থাইয়ের ইউটিউবে প্রায় ১ লাখ ২০ হাজার ফলোয়ার ছিল, যেখানে তিনি নিয়মিত সরকারবিরোধী লাইভস্ট্রিম করতেন।
গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগে, গত জুন মাসে হুই ডুক অনলাইনে ভিয়েতনামের নতুন ক্ষমতাধর নেতা তো লাম এবং তাঁর পূর্বসূরি নগুয়েন ফু ট্রং-এর বিরুদ্ধে সমালোচনা করেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সঙ্গে এসব পোস্টের সরাসরি সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।
ভিয়েতনাম নিউজ এজেন্সির উদ্ধৃত অভিযোগপত্রে বলা হয়েছে, হুই ডুক ফেসবুকে ১৩টি নিবন্ধ পোস্ট করেছিলেন। নিবন্ধগুলোতে বিপুলসংখ্যক লাইক, মন্তব্য এসেছে। অনেক মানুষ শেয়ার করেছে লেখাগুলো। যা সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
তবে গণমাধ্যম স্বাধীনতা বিষয়ক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) পক্ষ থেকে বলা হয়, ‘হুই ডুকের নিবন্ধগুলো অমূল্য তথ্যের উৎস, যা ভিয়েতনামের জনগণকে হ্যানয় সরকারের সেন্সরকৃত তথ্যের নাগাল পাওয়ার সুযোগ করে দেয়।’
সাবেক সিনিয়র সেনা লেফটেন্যান্ট হুই ডুকের আসল নাম ট্রুয়ং হুই সান। তিনি আগে রাষ্ট্র-চালিত সংবাদপত্রে কাজ করতেন। ২০০৯ সালে ভিয়েতনামের সাবেক কমিউনিস্ট মিত্র সোভিয়েত ইউনিয়নের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করার কারণে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে বরখাস্ত হন তিনি।
এরপর ভিয়েতনামের দুর্নীতি, গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে এবং কমিউনিস্ট নেতাদের সমালোচনা করে লিখতে শুরু করেন হুই ডুক। দেশটির অন্যতম জনপ্রিয় ব্লগার হয়ে ওঠেন তিনি। ফেসবুকেও তাঁর লেখা বেশ জনপ্রিয়তা পেতে থাকে।
২০১২ সালে নিমান ফেলোশিপের আওতায় এক বছর হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পান হুই ডুক। সেখানে থাকার সময় তিনি ‘দ্য উইনিং সাইড’ নামে একটি বই লেখেন। বইটিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ভিয়েতনামে জীবনযাত্রা তুলে ধরেন।
হুই ডুকের কারাদণ্ডের ঘটনাটিই ভিয়েতনামে প্রথম কোনো ব্লগারের কারাদণ্ড পাওয়া নয়। কয়েক মাস আগে রাষ্ট্রবিরোধী তথ্য প্রকাশের অভিযোগে ব্লগার ডুয়ং ভ্যান থাইকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও জানুয়ারিতে একজন বিশিষ্ট সাবেক আইনজীবীও ‘ফেসবুকে পোস্ট করার কারণে’ তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
ভিয়েতনামে কোনো মুক্ত গণমাধ্যম নেই এবং যে কোনো ভিন্নমত কঠোরভাবে দমন করা হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম সরকার নাগরিক সমাজের ওপর দমন-পীড়ন আরও তীব্র করেছে। আরএসএফের মতে, ভিয়েতনাম সাংবাদিকদের কারাবন্দী করার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি।
গত ডিসেম্বর মাসে, ভিয়েতনাম নতুন ডিজিটাল আইন প্রণয়ন করে, যার অধীনে ফেসবুক ও টিকটককে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে হবে এবং তাদের তথ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এমনকি ডিক্রি ১৪৭-এর আওতায়, ভিয়েতনামে কার্যক্রম চালানো সব প্রযুক্তি সংস্থাকে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ফোন নম্বর বা পরিচয় নম্বরের মাধ্যমে যাচাই করতে হবে এবং সেই তথ্য পূর্ণ নাম ও জন্মতারিখসহ সংরক্ষণ করতে হবে।
ফেসবুকে ‘সরকার-বিরোধী’ পোস্ট দেওয়ার অভিযোগে ভিয়েতনামের শীর্ষস্থানীয় এক সাংবাদিক ও বইয়ের লেখককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দেশটির রাজধানী হ্যানয়ের একটি আদালতে কয়েক ঘণ্টাব্যাপী বিচার কার্যক্রমের পর ‘গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন’ করার অভিযোগে হুই ডুককে দোষী সাব্যস্ত করা হয়।
সাজাপ্রাপ্ত ৬৩ বছর বয়সী হুই ডুক ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় ব্লগার। ডুয়ং ভ্যান থাইয়ের ইউটিউবে প্রায় ১ লাখ ২০ হাজার ফলোয়ার ছিল, যেখানে তিনি নিয়মিত সরকারবিরোধী লাইভস্ট্রিম করতেন।
গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগে, গত জুন মাসে হুই ডুক অনলাইনে ভিয়েতনামের নতুন ক্ষমতাধর নেতা তো লাম এবং তাঁর পূর্বসূরি নগুয়েন ফু ট্রং-এর বিরুদ্ধে সমালোচনা করেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সঙ্গে এসব পোস্টের সরাসরি সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।
ভিয়েতনাম নিউজ এজেন্সির উদ্ধৃত অভিযোগপত্রে বলা হয়েছে, হুই ডুক ফেসবুকে ১৩টি নিবন্ধ পোস্ট করেছিলেন। নিবন্ধগুলোতে বিপুলসংখ্যক লাইক, মন্তব্য এসেছে। অনেক মানুষ শেয়ার করেছে লেখাগুলো। যা সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
তবে গণমাধ্যম স্বাধীনতা বিষয়ক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) পক্ষ থেকে বলা হয়, ‘হুই ডুকের নিবন্ধগুলো অমূল্য তথ্যের উৎস, যা ভিয়েতনামের জনগণকে হ্যানয় সরকারের সেন্সরকৃত তথ্যের নাগাল পাওয়ার সুযোগ করে দেয়।’
সাবেক সিনিয়র সেনা লেফটেন্যান্ট হুই ডুকের আসল নাম ট্রুয়ং হুই সান। তিনি আগে রাষ্ট্র-চালিত সংবাদপত্রে কাজ করতেন। ২০০৯ সালে ভিয়েতনামের সাবেক কমিউনিস্ট মিত্র সোভিয়েত ইউনিয়নের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করার কারণে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে বরখাস্ত হন তিনি।
এরপর ভিয়েতনামের দুর্নীতি, গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে এবং কমিউনিস্ট নেতাদের সমালোচনা করে লিখতে শুরু করেন হুই ডুক। দেশটির অন্যতম জনপ্রিয় ব্লগার হয়ে ওঠেন তিনি। ফেসবুকেও তাঁর লেখা বেশ জনপ্রিয়তা পেতে থাকে।
২০১২ সালে নিমান ফেলোশিপের আওতায় এক বছর হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পান হুই ডুক। সেখানে থাকার সময় তিনি ‘দ্য উইনিং সাইড’ নামে একটি বই লেখেন। বইটিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ভিয়েতনামে জীবনযাত্রা তুলে ধরেন।
হুই ডুকের কারাদণ্ডের ঘটনাটিই ভিয়েতনামে প্রথম কোনো ব্লগারের কারাদণ্ড পাওয়া নয়। কয়েক মাস আগে রাষ্ট্রবিরোধী তথ্য প্রকাশের অভিযোগে ব্লগার ডুয়ং ভ্যান থাইকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও জানুয়ারিতে একজন বিশিষ্ট সাবেক আইনজীবীও ‘ফেসবুকে পোস্ট করার কারণে’ তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
ভিয়েতনামে কোনো মুক্ত গণমাধ্যম নেই এবং যে কোনো ভিন্নমত কঠোরভাবে দমন করা হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম সরকার নাগরিক সমাজের ওপর দমন-পীড়ন আরও তীব্র করেছে। আরএসএফের মতে, ভিয়েতনাম সাংবাদিকদের কারাবন্দী করার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি।
গত ডিসেম্বর মাসে, ভিয়েতনাম নতুন ডিজিটাল আইন প্রণয়ন করে, যার অধীনে ফেসবুক ও টিকটককে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে হবে এবং তাদের তথ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এমনকি ডিক্রি ১৪৭-এর আওতায়, ভিয়েতনামে কার্যক্রম চালানো সব প্রযুক্তি সংস্থাকে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ফোন নম্বর বা পরিচয় নম্বরের মাধ্যমে যাচাই করতে হবে এবং সেই তথ্য পূর্ণ নাম ও জন্মতারিখসহ সংরক্ষণ করতে হবে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৭ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে