Ajker Patrika

তাইওয়ানের সঙ্গে নাউরুর সম্পর্কচ্ছেদ, চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তাইপের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৫: ৫৬
তাইওয়ানের সঙ্গে নাউরুর সম্পর্কচ্ছেদ, চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তাইপের

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নাউরু তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। স্থানীয় সময় আজ সোমবার এই ঘোষণা দেয় দেশটি। তাইওয়ানের সঙ্গে যে অল্প কয়টা দেশ কূটনৈতিক সম্পর্ক রেখেছিল তার মধ্যে নাউরু অন্যতম। এই ঘটনার পর তাইপে অভিযোগ করেছে, চীনের ষড়যন্ত্রের কারণেই নাউরু এই সিদ্ধান্ত নিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের গোয়েন্দা কর্মকর্তারা গত শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে রয়টার্সকে বলেছিলেন—চীন সম্ভবত তাইপের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখা দেশগুলোকে দূরে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। 

তাইওয়ানের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন চীনবিরোধী বলে পরিচিত উইলিয়াম লাই বা লাই চিং-তে। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) থেকে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি চীনপন্থী দুই প্রার্থীকে হারিয়ে নির্বাচনে জয়ী হন। 

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে নাউরু সরকার জানিয়েছে, দেশ ও জনগণের ‘সর্বোত্তম স্বার্থে’ তারা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছে। এর আগে, ২০০২ সালের পরপরই নাউরু এক চীন নীতিকে স্বীকৃতি দেয় এবং চীনেকই মূল ভূখণ্ড হিসেবে মেনে নেয়। 

নাউরু সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এর মানে হলো, নাউরু প্রজাতন্ত্র আর চীন প্রজাতন্ত্রকে (তাইওয়ান) একটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেবে না বরং চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই স্বীকৃতি দেবে এবং তাইওয়ানের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করবে এবং আজ থেকে আর দেশটির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে না। তাইওয়ানের সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক বা বিনিময় বজায় রাখবে না। 

তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী তিয়েন চুং-কোয়াং নাউরুর সিদ্ধান্তের পর তড়িঘড়ি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হঠাৎ করেই এই সম্পর্কচ্ছেদের খবর এসেছে।’ তিনি বলেছেন, ‘বেইজিং বিশেষভাবে নাউরুকে দিয়ে এই কাজ করানোর জন্য নির্বাচনের পরের স্পর্শকাতর সময়কে বেছে নিয়েছে। এ ধরনের পদক্ষেপ ফাঁদের মতো এবং গণতন্ত্রের ওপর নির্লজ্জ আক্রমণ।’ 

তিয়েন চুং-কোয়াং আরও বলেছেন, ‘তাইওয়ান চাপের কাছে মাথা নত করেনি, করবে না। আমরা যে ধরনের নির্বাচন করতে চাই, সে ধরনের নির্বাচনই করেছি। এটা তাদের (চীনের) জন্য অসহনীয়।’ 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নাউরুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নাউরুর এই পদক্ষেপের ফলে তাইওয়ানের আর মাত্র ১২টি মিত্র দেশ রইল। তার মধ্যে ভ্যাটিকান, গুয়াতেমালা, প্যারাগুয়ে, প্রশান্ত মহাসাগরের পালাউ, টুভালু এবং মার্শাল দ্বীপপুঞ্জ অন্যতম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত