Ajker Patrika

সিঙ্গাপুরে নারী যাত্রীকে ভারতীয় ভেবে গালাগালি করলেন চীনা ট্যাক্সি চালক

সিঙ্গাপুরে নারী যাত্রীকে ভারতীয় ভেবে গালাগালি করলেন চীনা ট্যাক্সি চালক

সিঙ্গাপুরে ভারতীয় বংশোদ্ভূত ভেবে এক নারী ও তাঁর মেয়েকে হয়রানি করার অভিযোগ উঠেছে এক চীনা ট্যাক্সি চালকের বিরুদ্ধে। গতকাল শনিবার গন্তব্যের ভুল তথ্য দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় এবং ওই ট্যাক্সি চালক হয়রানি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। 

ভুক্তভোগী ৪৬ বছর বয়সী ইউরেশিয়ান বংশোদ্ভূত জ্যানেল হিডেন। তিনি অভিযোগ করেন, ওই চীনা ট্যাক্সি চালক তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ভারতীয়, আপনি একটা বেকুব!’ 

আজ রোববার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী নারী তাঁর ৯ বছর বয়সী মেয়েকে নিয়ে ট্যাক্সিতে করে যাচ্ছিলেন। 

ঘটনার সময়কার কথোপকথন হিডেন তাঁর মোবাইল ফোনে রেকর্ড করেছেন। 

গতকাল শনিবার দুপুর ২টার দিকে তিনি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘টাডা’–তে একটি রাইড বুক করেন। হিডেন বলেন, পাসির রিস হাউসিং এস্টেটের পাশে এমআরটি লাইনে মেট্রো নির্মাণের জন্য রাস্তা বন্ধ থাকায় ট্যাক্সি চালক তাঁদের ওপর চড়াও হন। তিনি ভুল ঠিকানা ও ভুল দিক নির্দেশনা দিয়েছেন—এমন অভিযোগ করে ট্যাক্সি চালক তাঁর সঙ্গে চড়া গলায় কথা বলতে শুরু করেন। 

হয়রানির সে ভিডিও হিডেন তাঁর ফেসবুক প্রোফাইল ও টিকটক অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, ট্যাক্সি চালক হিডেনের মেয়ের উচ্চতা নিয়ে কটু কথা বলেন। 

ট্যাক্সি চালক বারবার হিডেনের মেয়ের উচ্চতা ১ দশমিক ৩৫ মিটারের কম (৪ ফুট ৪ ইঞ্চি) হওয়া নিয়ে কথা বলেন। আর হিডেন বারবার বলেন, তাঁর মেয়ের উচ্চতা ১ দশমিক ৩৭ মিটার (৪ ফুট ৫ ইঞ্চি)। ট্যাক্সিচালক বারবার বলতে থাকেন, এই বয়সের মেয়ের জন্য এই উচ্চতা ‘বেআইনি’। 

সিঙ্গাপুরে যাত্রী নিরাপত্তার স্বার্থে গাড়িতে শিশুদের বসার বিশেষ ব্যবস্থা রয়েছে। তবে এর জন্য উচ্চতা নির্দিষ্ট করা আছে। মেয়েকে সাধারণ সিটে বসতে হচ্ছে বলে ট্যাক্সি চালক সম্ভবত উচ্চতা নিয়ে কথা বলছিলেন। 

সিঙ্গাপুরের স্থল পরিবহন কর্তৃপক্ষের (এলটিএ) ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসারে, নিরাপত্তার স্বার্থে সিঙ্গাপুরে সব পরিবহনেই ১ দশমিক ৩৫ মিটারের কম উচ্চতার যাত্রীর জন্য বুস্টার সিট বা বিশেষ সিট ব্যবহার করতে হবে। 

ওই ট্যাক্সি চালক ওই নারীর প্রতি চিৎকার করে বলেন, ‘তুমি ইন্ডিয়া (ন), আমি চাইনিজ...তুমি খুব বাজে।’ ওই নারী তখন বলেন, ‘আমি ইউরেশিয়ান সিঙ্গাপুরিয়ান, ভারতীয় নই।’ 

ইউরেশিয়ানদের চেহারা সাধারণত অনেকটা ভারতীয়দের মতো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত