পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডিতে বিশাল সমাবেশে বক্তব্য দিয়েছেন। তিন সপ্তাহ আগে গুলিবিদ্ধ ও আহত হওয়ার পর এটা তাঁর প্রথম জনসমক্ষে ভাষণ। বিবিসি ও দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, কয়েক ঘণ্টা বিলম্বের পরে খান অনুষ্ঠানে যোগদান করলে সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। ইমরান খান তাঁর সমর্থকদের মৃত্যুকে ভয় না পেয়ে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন।
ইমরান খান বলেন, ‘ভয় পুরো জাতিকে দাসে পরিণত করে।’
পাকিস্তানের বর্তমান সমস্যা সম্পত্তির অভাবে নয়, বরং আইনের শাসন নেই বলেই এমন অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান ।
শরিফ ও জারদারি পরিবারের সমালোচনা করে ইমরান বলেছেন, ‘জাতীয় স্বার্থ বাদ দিয়ে তারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিভিন্ন সিদ্ধান্ত ও নিয়োগ দিচ্ছে।’
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর প্রধানমন্ত্রিত্বের সময় দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘তিনি শক্তিশালীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছেন।’
ইমরান খান দুঃখ প্রকাশ করে বলেন, ‘জাতীয় জবাবদিহি ব্যুরো ও অন্যান্য সংস্থা সত্যিই আমার নিয়ন্ত্রণে ছিল না। বরং অন্য কোথাও থেকে তারা আদেশ পেত।’
আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ফের লংমার্চ শুরু করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। ফের হামলার হুমকি থাকা সত্ত্বেও এতে যোগ দিয়েছেন তিনি।
সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। লংমার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এই পদক্ষেপ স্থগিত থাকলেও আবারও শুরু হয়েছে।
সমাবেশে উপস্থিত এক নারী বিবিসিকে বলেন, ‘আজ খান পাকিস্তানের জনগণের জন্য সমাবেশ করেছেন, তার নিজের জন্য নয়। আমি এখানে একজন নেতার জন্য এসেছি, যিনি আমাদের সমর্থন করেছেন।’
এর আগে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর চলতি বছরের শুরুতে পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাবেক এই ক্রিকেট তারকাকে। পরে তাঁকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করা হয়।
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডিতে বিশাল সমাবেশে বক্তব্য দিয়েছেন। তিন সপ্তাহ আগে গুলিবিদ্ধ ও আহত হওয়ার পর এটা তাঁর প্রথম জনসমক্ষে ভাষণ। বিবিসি ও দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, কয়েক ঘণ্টা বিলম্বের পরে খান অনুষ্ঠানে যোগদান করলে সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। ইমরান খান তাঁর সমর্থকদের মৃত্যুকে ভয় না পেয়ে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন।
ইমরান খান বলেন, ‘ভয় পুরো জাতিকে দাসে পরিণত করে।’
পাকিস্তানের বর্তমান সমস্যা সম্পত্তির অভাবে নয়, বরং আইনের শাসন নেই বলেই এমন অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান ।
শরিফ ও জারদারি পরিবারের সমালোচনা করে ইমরান বলেছেন, ‘জাতীয় স্বার্থ বাদ দিয়ে তারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিভিন্ন সিদ্ধান্ত ও নিয়োগ দিচ্ছে।’
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর প্রধানমন্ত্রিত্বের সময় দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘তিনি শক্তিশালীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছেন।’
ইমরান খান দুঃখ প্রকাশ করে বলেন, ‘জাতীয় জবাবদিহি ব্যুরো ও অন্যান্য সংস্থা সত্যিই আমার নিয়ন্ত্রণে ছিল না। বরং অন্য কোথাও থেকে তারা আদেশ পেত।’
আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ফের লংমার্চ শুরু করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। ফের হামলার হুমকি থাকা সত্ত্বেও এতে যোগ দিয়েছেন তিনি।
সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। লংমার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এই পদক্ষেপ স্থগিত থাকলেও আবারও শুরু হয়েছে।
সমাবেশে উপস্থিত এক নারী বিবিসিকে বলেন, ‘আজ খান পাকিস্তানের জনগণের জন্য সমাবেশ করেছেন, তার নিজের জন্য নয়। আমি এখানে একজন নেতার জন্য এসেছি, যিনি আমাদের সমর্থন করেছেন।’
এর আগে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর চলতি বছরের শুরুতে পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাবেক এই ক্রিকেট তারকাকে। পরে তাঁকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করা হয়।
ভারতের স্বাধীনতা দিবসে দেশটির বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলমত-নির্বিশেষে অনেক রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে,
৫ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী কিম কেওন হি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক...
১৮ মিনিট আগেবিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
২২ মিনিট আগেগাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও ৭৩ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত বির্তকিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ
২ ঘণ্টা আগে