ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়।
দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পূর্ব জাভা প্রদেশের আশপাশের গ্রামগুলোতে ধোঁয়া ও ছাইয়ের বিশাল উঁচু স্তূপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা পালিয়ে যাচ্ছেন।
পূর্ব জাভার লুমাজাং জেলার উপপ্রধান কর্মকর্তা ইনদাহ মাসদার এক সংবাদ সম্মেলনে বলেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ধেয়ে আসা ধোঁয়া ও ছাইয়ে পুড়ে একজন নিহত এবং আরও ৪১ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
অগ্ন্যুৎপাতের কারণে ধোঁয়া ও ছাইয়ের কুণ্ডলী ভূপৃষ্ঠ থেকে ১৫ হাজার মিটার ওপরে উঠতে পারে বলে দেশটির বিমান সংস্থাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার ডারউইনের ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভিএএসি) জানায়, অগ্ন্যুৎপাতের ছাইগুলো ভারত মহাসাগরের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমে ভেসে যাচ্ছে।
জাভা দ্বীপের সবচেয়ে উঁচুতে অবস্থিত সেমেরু আগ্নেয়গিরি। গত ডিসেম্বরেও এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান প্রশান্ত মহাসগরের 'রিং অব ফায়ার' অঞ্চলে। ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়।
দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পূর্ব জাভা প্রদেশের আশপাশের গ্রামগুলোতে ধোঁয়া ও ছাইয়ের বিশাল উঁচু স্তূপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা পালিয়ে যাচ্ছেন।
পূর্ব জাভার লুমাজাং জেলার উপপ্রধান কর্মকর্তা ইনদাহ মাসদার এক সংবাদ সম্মেলনে বলেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ধেয়ে আসা ধোঁয়া ও ছাইয়ে পুড়ে একজন নিহত এবং আরও ৪১ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
অগ্ন্যুৎপাতের কারণে ধোঁয়া ও ছাইয়ের কুণ্ডলী ভূপৃষ্ঠ থেকে ১৫ হাজার মিটার ওপরে উঠতে পারে বলে দেশটির বিমান সংস্থাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার ডারউইনের ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভিএএসি) জানায়, অগ্ন্যুৎপাতের ছাইগুলো ভারত মহাসাগরের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমে ভেসে যাচ্ছে।
জাভা দ্বীপের সবচেয়ে উঁচুতে অবস্থিত সেমেরু আগ্নেয়গিরি। গত ডিসেম্বরেও এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান প্রশান্ত মহাসগরের 'রিং অব ফায়ার' অঞ্চলে। ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গাজায় যুদ্ধবিরতি হলে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ চালুর আলোচনা করছেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এমনকি, ওয়াশিংটনে এমন একটি প্রস্তাবও সমর্থন পেয়েছে যেখানে বলা হয়েছে, টনি ব্লেয়ার নিজেই এই কর্তৃপক্ষের নেতৃত্ব দিতে পারেন।
৩৩ মিনিট আগেক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ব্যবহার করে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর নজরদারির অভিযোগে ইসরায়েলি সামরিক বাহিনীর পরিষেবা সীমিত করছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। গতকাল বৃহস্পতিবার, এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ার ব্র্যাড স্মিথ।
৩৪ মিনিট আগেএবার ট্রাম্পের রোষানলে পড়লেন মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন—এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি। মিথ্যা তথ্য দেওয়া ও বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি।
৩ ঘণ্টা আগেওয়াইসি বলেন, ‘মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে।’ এ সময় তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘মোদিজি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন আছেন। তাঁকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চলে আনুন, আমরা তাঁকে বাংলাদেশেই পৌঁছে দেব।’
৩ ঘণ্টা আগে