Ajker Patrika

ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ আগুন, নিহত কমপক্ষে ৪০ 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪১
ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ আগুন, নিহত কমপক্ষে ৪০ 

ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে দেশটির বানতেন প্রদেশের একটি কারাগারে এ ঘটনা ঘটে।

এ নিয়ে ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকারকর্মী রিকা আপ্রিয়ান্তি বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের যে ব্লকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে, সেখানে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী অবস্থান করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন বন্দী।

স্থানীয় সম্প্রচারমাধ্যম কম্পাস টিভির প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে আর গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আটজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত