আজকের পত্রিকা ডেস্ক
মিয়ানমারের মান্দালয় অঞ্চলে চীনের একটি তেল ও গ্যাস পাইপলাইনের নিরাপত্তা ফেলে পালিয়েছে দেশটির জান্তা বাহিনী। গত বৃহস্পতিবার আটটি প্রতিরোধ বাহিনী একযোগে হামলার পর জান্তা বাহিনী এ সিদ্ধান্ত নেয়। স্থানটি চীনের তেল ও গ্যাস পাইপলাইনের একটি অফ-টেক স্টেশন।
থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, মান্দালয়ের আঞ্চলিক সূত্র জানিয়েছে, নাতোগি, তাউং থা, মেইনগ্যান ও নাগাজুন শহরতলিতে পাইপলাইনের প্রহরায় থাকা জান্তা সেনাদের ওপর হামলা চালায় বেশ কয়েকটি প্রতিরোধগোষ্ঠী।
স্থানীয় এক বাসিন্দা জানান, গত বৃহস্পতিবার সকালে নাতোগি শহরের পূর্বে একটি অফ-টেক স্টেশনে প্রায় ৮০ জন জান্তা সেনার ওপর হামলা হয়। এতে বেশ কয়েকজন সেনা নিহত এবং একজনকে আটক করা হয়। তিনি আরও জানান, এক প্রতিরোধযোদ্ধাও নিহত হয়েছেন।
সূত্র অনুযায়ী, এই হামলার পর জান্তা বাহিনী চীনা ওয়াই-১২ উড়োজাহাজ ও একটি যুদ্ধবিমান ব্যবহার করে প্রতিরোধ অবস্থানগুলোতে হামলা চালালে বিদ্রোহী যোদ্ধারা পিছু হটে। পরদিন, অর্থাৎ শুক্রবার প্রতিরোধ বাহিনী আবার ফিরে এলে ওই পোস্ট পরিত্যক্ত অবস্থায় পায়। ওই বাসিন্দা প্রতিরোধযোদ্ধাদের বরাত দিয়ে বলেন, ‘ঘাঁটিতে দুই মৃত সেনাকে ফেলে রাখা হয়েছিল।’
বৃহস্পতিবার সকালে নাতোগি ঘাঁটি থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে ওয়েটলু গ্রামের পুলিশ স্টেশনেও হামলা চালায় প্রতিরোধগোষ্ঠী। সরকারপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে, পুলিশ স্টেশনটি ‘সন্ত্রাসীরা’ ঘিরে ফেলেছে এবং তারা জান্তা বাহিনীকে বিমান হামলার আহ্বান জানায়। তারা দাবি করে, সব বেসামরিক লোক গ্রাম ছেড়ে চলে গেছে।
গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার সকালে জান্তা বাহিনী বিমান হামলার পর প্রতিরোধগোষ্ঠী ওয়েটলু থেকে পিছু হটলেও শুক্রবার তারা আবার হামলা চালায়। চলমান লড়াইয়ের বিষয়ে জানতে চাইলে নাতোগি পিপলস ডিফেন্স ফোর্স এ বিষয়ে দ্য ইরাবতীকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সরকারপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলো দাবি করেছে, মেইনগ্যান শহরতলির সেমেখন ও কিয়ুক পাইক গ্রামে প্রতিরোধ বাহিনীর হামলা প্রতিহত করা হয়েছে। এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, সেমেখনে এক জান্তা পুলিশ ও তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।
মেইনগ্যান হামলার সমন্বয়কারী বিদ্রোহী গোষ্ঠী জিরো গেরিলা ফোর্স জানায়, লড়াইয়ের সময় জান্তা বাহিনী বিমান হামলায় তাদের ছয়জন যোদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার তাউং থা শহরতলিতে একটি সরকারপন্থী পিউ স হতি মিলিশিয়া ঘাঁটি ও আরেকটি জান্তা অবস্থানে হামলা চালানো হয়। এ ছাড়া, নাগাজুন শহরে একটি জান্তা অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
প্রতিরোধ গোষ্ঠীগুলো সংবাদমাধ্যমকে জানায়, জান্তার একটি ওয়াই-১২ উড়োজাহাজ নাগাজুন শহরতলির থাকইন গ্রামে প্রায় ২০টি এবং ইয়া বো গ্রামে চারটি বোমা ফেলে। এতে তিন বাসিন্দা নিহত এবং পাঁচজন আহত হয়। গত বছরের আগস্টে প্রতিরোধ গোষ্ঠীগুলো ‘মেইনগ্যান স্পেশাল অপারেশন’ পরিচালনা করেছিল। এতে মেইনগ্যান, তাউং থা ও নাতোগি শহরতলিতে জান্তা অবস্থানগুলিতে সমন্বিত হামলা চালানো হয়। ওই সময় গোষ্ঠীগুলো তাউং থা ও নাতোগি শহরের প্রবেশপথে পাইপলাইন অফ-টেক স্টেশন পাহারা দেওয়া জান্তার দুটি অবস্থান দখল করে নেয়।
মিয়ানমারের মান্দালয় অঞ্চলে চীনের একটি তেল ও গ্যাস পাইপলাইনের নিরাপত্তা ফেলে পালিয়েছে দেশটির জান্তা বাহিনী। গত বৃহস্পতিবার আটটি প্রতিরোধ বাহিনী একযোগে হামলার পর জান্তা বাহিনী এ সিদ্ধান্ত নেয়। স্থানটি চীনের তেল ও গ্যাস পাইপলাইনের একটি অফ-টেক স্টেশন।
থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, মান্দালয়ের আঞ্চলিক সূত্র জানিয়েছে, নাতোগি, তাউং থা, মেইনগ্যান ও নাগাজুন শহরতলিতে পাইপলাইনের প্রহরায় থাকা জান্তা সেনাদের ওপর হামলা চালায় বেশ কয়েকটি প্রতিরোধগোষ্ঠী।
স্থানীয় এক বাসিন্দা জানান, গত বৃহস্পতিবার সকালে নাতোগি শহরের পূর্বে একটি অফ-টেক স্টেশনে প্রায় ৮০ জন জান্তা সেনার ওপর হামলা হয়। এতে বেশ কয়েকজন সেনা নিহত এবং একজনকে আটক করা হয়। তিনি আরও জানান, এক প্রতিরোধযোদ্ধাও নিহত হয়েছেন।
সূত্র অনুযায়ী, এই হামলার পর জান্তা বাহিনী চীনা ওয়াই-১২ উড়োজাহাজ ও একটি যুদ্ধবিমান ব্যবহার করে প্রতিরোধ অবস্থানগুলোতে হামলা চালালে বিদ্রোহী যোদ্ধারা পিছু হটে। পরদিন, অর্থাৎ শুক্রবার প্রতিরোধ বাহিনী আবার ফিরে এলে ওই পোস্ট পরিত্যক্ত অবস্থায় পায়। ওই বাসিন্দা প্রতিরোধযোদ্ধাদের বরাত দিয়ে বলেন, ‘ঘাঁটিতে দুই মৃত সেনাকে ফেলে রাখা হয়েছিল।’
বৃহস্পতিবার সকালে নাতোগি ঘাঁটি থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে ওয়েটলু গ্রামের পুলিশ স্টেশনেও হামলা চালায় প্রতিরোধগোষ্ঠী। সরকারপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে, পুলিশ স্টেশনটি ‘সন্ত্রাসীরা’ ঘিরে ফেলেছে এবং তারা জান্তা বাহিনীকে বিমান হামলার আহ্বান জানায়। তারা দাবি করে, সব বেসামরিক লোক গ্রাম ছেড়ে চলে গেছে।
গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার সকালে জান্তা বাহিনী বিমান হামলার পর প্রতিরোধগোষ্ঠী ওয়েটলু থেকে পিছু হটলেও শুক্রবার তারা আবার হামলা চালায়। চলমান লড়াইয়ের বিষয়ে জানতে চাইলে নাতোগি পিপলস ডিফেন্স ফোর্স এ বিষয়ে দ্য ইরাবতীকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সরকারপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলো দাবি করেছে, মেইনগ্যান শহরতলির সেমেখন ও কিয়ুক পাইক গ্রামে প্রতিরোধ বাহিনীর হামলা প্রতিহত করা হয়েছে। এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, সেমেখনে এক জান্তা পুলিশ ও তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।
মেইনগ্যান হামলার সমন্বয়কারী বিদ্রোহী গোষ্ঠী জিরো গেরিলা ফোর্স জানায়, লড়াইয়ের সময় জান্তা বাহিনী বিমান হামলায় তাদের ছয়জন যোদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার তাউং থা শহরতলিতে একটি সরকারপন্থী পিউ স হতি মিলিশিয়া ঘাঁটি ও আরেকটি জান্তা অবস্থানে হামলা চালানো হয়। এ ছাড়া, নাগাজুন শহরে একটি জান্তা অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
প্রতিরোধ গোষ্ঠীগুলো সংবাদমাধ্যমকে জানায়, জান্তার একটি ওয়াই-১২ উড়োজাহাজ নাগাজুন শহরতলির থাকইন গ্রামে প্রায় ২০টি এবং ইয়া বো গ্রামে চারটি বোমা ফেলে। এতে তিন বাসিন্দা নিহত এবং পাঁচজন আহত হয়। গত বছরের আগস্টে প্রতিরোধ গোষ্ঠীগুলো ‘মেইনগ্যান স্পেশাল অপারেশন’ পরিচালনা করেছিল। এতে মেইনগ্যান, তাউং থা ও নাতোগি শহরতলিতে জান্তা অবস্থানগুলিতে সমন্বিত হামলা চালানো হয়। ওই সময় গোষ্ঠীগুলো তাউং থা ও নাতোগি শহরের প্রবেশপথে পাইপলাইন অফ-টেক স্টেশন পাহারা দেওয়া জান্তার দুটি অবস্থান দখল করে নেয়।
ওই নারীর স্বামী আমাজনের একজন প্রকৌশলী হিসেবে কাজ করেন। তিনি স্ত্রীকে বিচ্ছেদ বাবদ ৩৫ লাখ রুপি দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর স্ত্রী দাবি করেছেন ৫ কোটি রুপি। তবে ওই নারীর আইনজীবী বলেন, মধ্যস্থতা কেন্দ্রে ৫ কোটি রুপি থেকে খোরপোশের পরিমাণ কমানো হয়েছে।
১ ঘণ্টা আগেচীনের তৈরি এই ‘এলএস’কে বলা হয় ‘থান্ডার স্টোন প্রিসিশন গাইডেড বোমা’। এই বোমাগুলো তৈরি করেছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের (সিএএসসি) সহায়ক প্রতিষ্ঠান লুওয়াং ইলেকট্রো-অপটিকস টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার। এগুলোকে ‘থান্ডার স্টোন গ্লাইডিং গাইডেড বোমা’ বা এলএস জিজিবি...
২ ঘণ্টা আগেখাইবার পাখতুনখাওয়া প্রদেশের সঙ্গে আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। পাকিস্তান দাবি করে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে এবং সেই দেশের সরকারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। পাকিস্তান সরকার বারবার আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা...
৩ ঘণ্টা আগেজাতিসংঘ সাধারণ পরিষদে আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে ফ্রান্স। তবে এর আগে থেকে ফ্রান্সের বিভিন্ন শহরের মেয়ররা সরকারের সতর্কবার্তা উপেক্ষা করে শহরের টাউন হলগুলোতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন।
৫ ঘণ্টা আগে