Ajker Patrika

৫ দিনে ৭ প্রদেশের নিয়ন্ত্রণ নিল তালেবান

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২৩: ০৬
৫ দিনে ৭ প্রদেশের নিয়ন্ত্রণ নিল তালেবান

একের পর এক প্রদেশ নিজেদের দখলে নিচ্ছে তালেবান। সর্বশেষ মঙ্গলবার (১০ আগস্ট) দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। গত শুক্রবার (৬ আগস্ট) থেকে আজ মঙ্গলবার (১০ আগস্ট) মাত্র পাঁচদিনের ব্যবধানে সাতটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের হাতে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার মঙ্গলবার (১০ আগস্ট) বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আজ বিকেলে ফারাহ প্রদেশের রাজধানীতে প্রবেশ করে তালেবান। তালেবানের সঙ্গে নিরাপত্তাবাহিনীর তুমুল সংঘর্ষ হয়। সরকারি অফিস ও পুলিশ সদর দপ্তর নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।’ 

প্রদেশটির স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী পতনের বিষয়টি নিশ্চিত। ফারাহ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। ফারাহ প্রদেশ দখলের মধ্য দিয়ে এ নিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুইটি প্রদেশ তালেবানের দখলে গেল। এর আগে গত শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নিমরুজ প্রদেশের দখল নেয় তালেবান। 

সংসদ সদস্য আবদুল নাসরি ফারাহি এবং প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবারের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, প্রদেশটির কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণও নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। 

প্রসঙ্গত, পাঁচদিনে তালেবানের দখলে যাওয়া প্রদেশগুলো হলো- কুন্দুজ, সার-ই-পুল, তাখার, নিমরোজ এবং জাওযজান। 

ইউরোপীয় ইউনিয়নের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আফগানিস্তানের ৬৫ ভাগ এলাকা এখন তালেবানের দখলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত