Ajker Patrika

নির্জন কারাবাসে পাঠানো হয়েছে অং সান সু চিকে

নির্জন কারাবাসে পাঠানো হয়েছে অং সান সু চিকে

নির্জন কারাবাসে পাঠানো হয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে। তাঁকে গৃহবন্দী অবস্থা থেকে গ্রেপ্তার করে নাইপিদোর একটি কারাগারে পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

 ২০২১ সালে ৭৭ বছর বয়সী এই নেত্রীর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। সেই সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তার পর থেকেই তিনি দেশটির রাজধানীর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী ছিলেন। 

মিয়ানমারের জান্তা সরকারের তরফ থেকে প্রচারিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সু চিকে দেশটির ফৌজদারি আইনের আওতায় গৃহবন্দী থেকে কারাবাসে নেওয়া হয়েছে। 

সু চি কে এরই মধ্যে বিভিন্ন অভিযোগে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। ধারণা করা হচ্ছে, তাঁকে কারাগারের ভেতরেই স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হতে পারে। 

মানবাধিকার সংগঠনগুলো সামরিক বাহিনী কর্তৃক স্থাপিত বিশেষ আদালতের বিচারকে ভুয়া বলে উল্লেখ করেছেন। এদিকে, মিয়ানমারে ব্যাপক জনপ্রিয় এই নেত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণিত হলে তাঁর ১৯০ বছরের মতো কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত